জনতার সঙ্গে মন্ত্রীর মত বিনিময়।

ডেস্ক রিপোর্টার,২৯মে।।
২৩-র বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গোটা মজলিশপুর বিধানসভা কেন্দ্রে চষে বেড়াচ্ছেন রাজ্যের তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। বিধানসভা কেন্দ্রের ৪০ ও ৫৩ নম্বর বুথে রবিবার জনসংযোগ করেন তথ্যমন্ত্রী।এদিন নিজের নির্বাচনী ক্ষেত্রের ৪০নম্বর বুথে প্রথমে যান মন্ত্রী। বুথে বসে স্থানীয় লোকজনের সঙ্গে প্রধানমন্ত্রীর “মন কি বাত” অনুষ্ঠান দেখেন।এরপর এলাকার নানান সমস্যা নিয়ে বুথে উপস্থিত লোকজনের সঙ্গে আলোচনা করেন।এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।

আম জনতার সঙ্গে মন্ত্রী দেখছেন প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান।

এরপর তথ্যমন্ত্রী চলে যান ৫৩নম্বর বুথে। চারঘরিয়া এডিসি ভিলেজের অন্তর্গত এই বুথেও এলাকার নানান বিষয় নিয়ে মত বিনিময় করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। চারঘরিয়া এডিসি ভিলেজের অন্তর্গত বিভিন্ন এলাকায় চলমান নানা উন্নয়নমূলক কাজের অগ্রগতি ও সমস্যা সম্পর্কে অবগত হন তিনি। এলাকার সার্বিক উন্নয়নের জন্য আরও কী কী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত সেগুলো সম্পর্কে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য এলাকার স্থানীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন সুশান্ত চৌধুরী।

জনতার মাঝে মন্ত্রী সুশান্ত চৌধুরী।

রাজ্যের তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী তাঁর সোশ্যাল লিখেন, “দেশবাসীর উদ্দেশ্যে সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য আমাদেরকে চলার পথে কাজ করতে সাহায্য ও অনুপ্রেরণা জোগাবে।সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি যে প্রেরণাদায়ক ও ইতিবাচক কিছু বার্তা দিয়েছেন তা জনপ্রতিনিধিদের কর্মক্ষেত্রে কাজ করার জন্য মার্গ দর্শনের কাজ করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *