Site icon জনতার মশাল

Big Breaking:
রোমান স্ক্রিপ্টের দাবীকে মান্যতা দিলো রাজ্য সরকার! দাবি প্রদ্যুৎ কিশোরের।


ডেস্ক রিপোর্টার,১২ ফেব্রুয়ারি।।
           তিপ্রামথার ছাত্র সংগঠন টিআইএসএফ- র কাছে বশ্যতা স্বীকার রাজ্য সরকারের। পরীক্ষা ক্ষেত্রে রোমান স্ক্রিপ্টের দাবি মেনে নিলো রাজ্য সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে একথা জানিয়েছেন তিপ্রামথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মণ।


প্রদ্যুৎ জানিয়েছেন, “এই মুহূর্তে তিনি দিল্লিতে অবস্থান করছেন।চলছে উচ্চ পর্যায়ের বৈঠক। রাজ্য এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে আশ্বস্থ করেছেন, ছাত্র-ছাত্রীরা তাদের পছন্দ মাফিক স্ক্রিপ্ট পরীক্ষা দিতে পারবে। বাংলা ও রোমান স্ক্রিপ্টে। যার যেটা সুবিধা। আর কিছুক্ষণের মধ্যেই এই সংক্রান্ত বিষয়ে সর্বোচ্চ স্তর থেকে এই সংক্রান্ত বিষয়ে বিবৃতি জারি করা হবে।”


প্রদ্যুৎ কিশোর তার ছাত্র সংগঠনের আন্দোলনকারীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, ” তারা যেন শান্তিপূর্ণ আন্দোলনস্থলে অবস্থান করেন।সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে রোমান স্ক্রিপ্টের ঘোষনা দেওয়া হলে,আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

Exit mobile version