Site icon জনতার মশাল

Big News:
অভিশপ্ত পশ্চিম ডলুছড়াতে বাঙালি যুবকদের ফাঁসানোর চেষ্টা। আগুন নিয়ে খেলছে জনজাতিরা! নির্দোষ যুবকদের ছেড়ে দিলো পুলিশ।


ডেস্ক রিপোর্টার,২৩ ফেব্রুয়ারি।।
       অগ্নিগর্ভ কমলপুরের সালেমার পশ্চিম ডলুছড়া গ্রাম।মিথ্যা অভিযোগের ভিত্তিতে আটক দুই বাঙালি যুবক। নাম দেবাশিষ নাথ ও শুভজিৎ নাথ।সম্পর্কে এরা দুই ভাই।বৃহস্পতিবার রাতেই  সালেমা থানার পুলিশ উভয়েক আটক করেছিলো। তাদের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল দুইটি দেশি বন্ধুক।পুলিশ তদন্ত করে জানতে পারে পুরো ঘটনা সাজানো।


শুক্রবার দুপুরে নির্দোষ দুই যুবককে ছেড়ে দিতে বাধ্য হয় থানা পুলিশ।ঘটনার নেপথ্যে নাকি জনজাতি
  সম্প্রদায়ের দুষ্কৃতীরাই।পুলিশের তদন্তে  বেরিয়ে এসেছে  স্থানীয় ষড়যন্ত্রকারীদের মুখ ও মুখোশ।পুলিশ কি ষড়যন্ত্রকারীদের  বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে? কোটি টাকার প্রশ্ন স্থানীয় জনমনে।


জনজাতিদের উস্কানির পেছনে কে বা কারা আছেন? এটা অবশ্যই নতুন করে বলার কিছু নেই। “এডিসিতে অনুপজাতিদের এক ইঞ্চি জমিও দেওয়া হবে না”। জনজাতিদের “বুবাগ্রা” প্রদ্যুত কিশোরের এই বক্তব্যের পর থেকেই তপ্ত হতে শুরু করেছে পাহাড়। বলছেন,ধলাই জেলার জাতি – জনজাতি উভয় অংশের লোকজন।তারপর থেকেই বাঙালি সম্প্রদায়ের মানুষকে পড়তে হচ্ছে নানান সমস্যায়।(আসছে বিস্তারিত…)

Exit mobile version