ডেস্ক রিপোর্টার,২৬মে।।
রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচন হবে অবাধ ও সুষ্ঠ। নির্বাচন কেন্দ্র করে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।উপনির্বাচনের সবকয়টি ভোট গ্রহণ কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা।বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে।
মুখ্য নির্বাচন কমিশনার কিরণ গিত্যে জানিয়েছেন,চার কেন্দ্রের উপভোটে মোট ভোট গ্রহণ কেন্দ্র ২২১টি। মোট ভোটার সংখ্যা ১৮৮৮৫৪জন। ভোট কেন্দ্রগুলিতে থাকবে দ্বিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার দায়িত্বে থাকবে রাজ্য পুলিশ, টিএসআর সহ আধা সামরিক বাহিনী। শুক্রবার নির্বাচন কমিশন সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে।এই বৈঠকে রাজ্যের সবকয়টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।মুখ্য নির্বাচন আধিকারিক উপ-ভোটের নানান বিষয় নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
