আগরতলা,২৬মে।।
প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সুদীপ রায়বর্মনকে আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলের রাজনৈতিক কর্মসূচী কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি প্রাক্তন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি আশীষ কুমার সাহাকে মিডিয়া কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। এই মর্মে গত১১মে এক বিজ্ঞপ্তি জারী করেছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের দায়িত্ব প্রাপ্ত মুখ্য প্রভারী ডঃ অজয় কুমার। এক প্রেস বিবৃতির মাধ্যমে এক খবর জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রশান্ত ভট্টাচার্য।
