ডেস্ক রিপোর্টার,১৯ জানুয়ারি।।
বিজেপি’র বিধায়ক সুদীপ রায় বর্মনের কংগ্রেসে ফিরছেন। যে কোনো দিন দেবেন আনুষ্ঠানিক ঘোষণা। অন্তত প্রদেশ কংগ্রেসের অন্দর মহল থেকে ভেসে আসছে এই সংক্রান্ত খবর।
সুদীপের “ঘরে ফেরা” নিয়ে কংগ্রেসের একাংশ নেতা-কর্মীদের মধ্যে শুরু হয়েছে খুশির জোয়ার।কিন্তু কিছু কিছু নেতা-কর্মীদের মধ্যে শুরু হয়েছে জ্বলন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করছে “কংগ্রেস কি কংগ্রেসেই”থাকবে? না ঘুরে দাঁড়াবে?
পোস্ট অফিস চৌমুহনীর গর্ভগৃহের খবর অনুযায়ী, প্রদেশ কংগ্রেসের একাংশ নেতা-কর্মী সুদীপের ঘরে ফেরা মন থেকে মেনে নিতে পারছে না।তারা মনে প্রানে চাইছে সুদীপ কংগ্রেসের না আসুক।কারণ সুদীপ কংগ্রেসে যোগ দিলেই সংশ্লিষ্ট নেতা-কর্মীদের ক্ষমতা খর্ব হবে।এটা প্রায় নিশ্চিত।এই কারণেই চেয়ার হারানোর ভয়ে তারা “সিঁদুরে মেঘ” দেখতে শুরু করেছে।
এআইসিসি’র একটি সূত্র জানিয়েছে, বিজেপি’র বিধায়ক সুদীপ রায় বর্মনকে দলে বরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে হাইকমান্ড।সুদীপ কংগ্রেসে যোগ দিলে তাঁর হাতে সঁপে দেওয়া হবে দলের ব্যাটন।এবং সুদীপই হবে প্রদেশ কংগ্রেসের শেষ কথা।নিজের হাতেই সাজাবেন কংগ্রেসের ভঙ্গুর সংগঠন। দলের প্রতিটি শাখা সংগঠনের শিরা-ধমনী দিয়ে রাজনৈতিক রক্ত সঞ্চালন স্বাভাবিক করবেন সুদীপই। অর্থাৎ প্রদেশ কংগ্রেস হয়ে উঠবেন “সুদীপ কংগ্রেসে”।তাতেও দলের হাই কমান্ডের কোনো আপত্তি নেই।কারণ ২৩র নির্বাচনে বিজেপি সরকারের পতন চাইছেন সোনিয়া-প্রিয়াঙ্কা-রাহুল। আর এই যুদ্ধে সুদীপকে প্রধান এবং বিশ্বস্ত সৈনিক হিসাবে বেছে নিয়েছে সর্ব ভারতীয় কংগ্রেস।তবে প্রদেশ কংগ্রেসের অন্দরে চলতে থাকা অন্তর দলীয় চোরা স্রোতের বিরুদ্ধেও লড়াই করতে হবে সুদীপকে।
রাজনীতিকরা বলছেন, কংগ্রেসের অন্দরে চোরা স্রোত চললেও তাতে সুদীপ বর্মনের কাজ করতে কোনো সমস্যা হবে না।কারণ হাইকমান্ড সুদীপের হাতে পুরো ক্ষমতা ছেড়ে দিয়ে প্রদেশ কংগ্রেসকে ফের চাঙ্গা করতে চাইছে। হাই-কমান্ডার এই নির্দেশকে মান্যতা দিতে হবে দলের সব নেতৃত্বকে।অন্যথায় হাইকমান্ড “বিক্ষুব্ধদের” বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিছপা হবে না বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
