ডেস্ক রিপোর্টার,১নভেম্বর।।
নাম: প্রশান্ত সিনহা।
দল: ভারতীয় জনতা পার্টি।
রাজনৈতিক পদ: মণ্ডল সভাপতি,কমলপুর।
সংসদীয় পদ: নগর পঞ্চায়েত চেয়ারম্যান,কমলপু।
দুর্নীতির অক্টোপাসে জড়িত প্রশান্ত সিনহা।দলের পাঁচশ জন কর্মকর্তা সরব মণ্ডল সভাপতির বিরুদ্ধে।
প্রশান্তের দুর্নীতির উপাখ্যান নিয়ে তারা দিয়েছেন চিঠি।মুখ্যমন্ত্রী থেকে প্রদেশ বিজেপির সভাপতি
উভয়ের কাছেই পৌঁছেছে দুর্নীতির চিঠিতার বিরুদ্ধে থাকা অভিযোগের সংখ্যা ২৯টি।
প্রশান্ত সিনহা। তিনি টানা আট বছর ধরেই কমলপুর মণ্ডল সভাপতির চেয়ার আকড়ে ধরে রেখেছেন। মণ্ডল সভাপতির পদ আকড়ে রেখে শুরু করেছেন সীমাহীন দুর্নীতি। তার প্রমান দলীয় নেতা – কর্মীদের দেওয়া চিঠি। মণ্ডল সভাপতির পাশাপাশি তিনি কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সনও বটে।যদিও তিনি নির্বাচনে জয়ী হয়েই নগর পঞ্চায়েতের চেয়ারম্যানের চেয়ারে বসেছেন। তবে কি ভাবে নগর পঞ্চায়েতের নির্বাচনে তিনি জয়ী হয়েছিলেন? এটা ওপেন সিক্রেট কমলপুরে। সন্ত্রাসকে হাতিয়ার করে নগর পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছিলেন প্রশান্ত সিনহা। প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেবকেও মান্যতা দিচ্ছেন না প্রশান্ত সিনহা।
কমলপুরে কান পাতলেই শোনা যায়,১৮- র নির্বাচনের আগে বোনের চাকরির টাকায় সংসার চলতো প্রশান্ত সিনহার। আর এখন তার আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে। দুই হাত ভরেই রোজগার করছেন তিনি। অর্থ উপার্জনের মূল উৎস হলো “দুর্নীতি”। নিগোসিয়েশন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর বণ্টন। অন্যন্য বিভিন্ন্ সরকারী স্কিম থেকে বাকা পথে অর্থ উপার্জন করছেন মন্ডল সভাপতি। এই কারণেই কমলপুরের বিজেপির কর্মী সমর্থকরা বাধ্য হয়েছে এক জোট হয়ে তার বিরুদ্ধে চিঠি দিতে।
একদিকে মন্ডল সভাপতি অন্য দিকে নগর পঞ্চায়েতের চেয়্যারম্যান।দুইটি চেয়ারই প্রশান্তর। তাই তিনি রাজনৈতিক ক্ষমতার বলে বলিয়মন। চোখে মুখে তিনি দেখছেন সর্ষে ফুল। তিনিই এখন কমলপুরের অঘোষিত মুখ্যমন্ত্রী। চলন – বলনে এটাই প্রমাণ করার চেষ্টা করছেন প্রশান্ত সিনহা।বলছেন খোদ দলীয় কর্মী সমর্থকরা। কিন্তু মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা, বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, সাংসদ রেবতী ত্রিপুরা ও কেন্দ্রীয়মন্ত্রী প্রতিমা ভৌমিকের কাছে নালিশ জানিয়েও কোনো সমাধান সূত্র খোজে পায় নি কমলপুরের বিজেপির কর্মকর্তারা। বিধায়ক মনোজ দেব একেবারেই গুরুত্বহীন মন্ডল সভাপতির কাছে। এই পরিস্থিতিতে দূর্নীতিবাজ মন্ডল সভাপতি প্রশান্ত সিনহার জন্য কমলপুরে উছুন্নে যাচ্ছে বিজেপির সংগঠন। দিনের পর দিন কমলপুরে শক্তি বাড়ছে বামেদের।আজকের দিনে কমলপুরে নিরপেক্ষ ভোট হলে জয় নিশ্চিত বামেদের। এমন কথাই বলছেন খোদ বিজেপির কর্মীরা। তাদের বক্তব্য তার পেছনে নাকি মূল মাষ্টার মাইন্ড মন্ডল সভাপতি প্রশান্ত সিনহাই।