ডেস্ক রিপোর্টার ,২২ মে।।
  দিন যত গড়াচ্ছে, লোকসভা ভোটের পারদ তত বাড়ছে। অষ্টাদশ লোকসভা নির্বাচনে কি মোদী সরকারের প্রত্যাবর্তন ঘটবে? না কি, পরিবর্তন। এই কোটি টাকার প্রশ্ন এখন ঘুরছে গোটা দেশে। রাজ্যেও ভোটের উষ্ণতা বাড়ছে।কারণ আগামী ৪জুন ভোট গণনা।এদিনই পরিষ্কার হয়ে যাবে আগামী পাঁচ বছরের জন্য দেশীয় রাজনীতির মসনদে কে বসবে? রাজ্যেও লোকসভার দুইটি আসন। শাসক দল বিজেপি কি দুইটি আসন ধরে রাখতে পারবে? নাকি ইণ্ডিয়া জোট খাতা খুলতে পারবে? গৃহস্তের রান্না ঘর থেকে পাড়ার অলিগলি চায়ের দোকানে ঘুরছে এই সংক্রান্ত নানান প্রশ্ন।


নির্বাচন কমিশন ভোট গণনার সমস্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে। গত ১৯ এপ্রিল ও ২৬ এপ্রিল রাজ্যের দুইটি লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটের শেষে সমস্ত ইভিএম মজুত করা হয়েছিল স্ট্রং রুমে।
           


বুধবার রাজধানীর  উমাকান্ত স্কুলের স্ট্রং রুম সহ কাউন্টিং রুম গুলি পরিদর্শন করেন মুখ্য নির্বাচন আধিকার পুনীত আগরওয়াল ও পশ্চিম আসনের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার।  পরিদর্শন কালে মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন আগামী ৪জুন গণনার জন্য প্রস্তুতি চলছে চূড়ান্ত দমে।প্রস্তুতির কাজ খতিয়ে দেখছেন তিনি। মুখ্য নির্বাচন আধিকারিক বলেন, ভোট গণনা হবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে কোন ধরনের খামতি থাকবে না নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে।


আগামী চার জনের দিকে তাকিয়ে আছে ভারতীয় জনতা পার্টি ও ইন্ডিয়া জোটের দুই শরিক সিপিআইএম ও কংগ্রেস। সঙ্গে গোটা দেশ সহ রাজ্যে সাধারণ মানুষও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *