
ডেস্ক রিপোর্টার,২৬মে।।
দুইদিনের দিল্লি সফর শেষে করে বৃহস্পতিবার রাজ্যে ফিরে আসেন মুখ্যমন্ত্রী ডা:মানিক সাহা। এদিন দেশের রাজধানী ত্যাগের আগে মুখ্যমন্ত্রী প্রথমে সাক্ষাৎ করেন ভারত সরকারের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতিরাজ মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে। সাক্ষাৎ কালে এমএন রেগা, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় অনুদান প্রাপ্ত প্রকল্প নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী।

এরপর মুখ্যমন্ত্রী যান দিল্লির
রেলভবনে। সেখানে গিয়ে তিনি সাক্ষাৎ করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে। রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করার বিষয়ে মুখ্যমন্ত্রী বিস্তারিত আলোচনা করেন কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে।