
ডেস্ক রিপোর্টার,৮ডিসেম্বর।।
হলো না প্রথম দিনের খেলা। মন্দালো এবং মাঠ ভিজে থাকায়। দুপুর ২টায় চা পানের বিরতির আগে পর্যন্ত ম্যাচ শুরু করা যায় কীনা তার চেষ্টা ছিলেন আম্পায়ার-রা। কিন্তু মন্দালোর জন্য খেলায় শুরু করা যায়নি। অথচ ম্যাচটি শুরু করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন পুলিস ট্রেনিং আকাদেমির কর্মীরা।

শুক্রবার থেকেই শুরু হওয়ার কথা ছিলো ত্রিপুরা - মুম্বাই ম্যাচ। অনূর্ধ্ব-১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটে। ঘুর্ণিঝড় মিকজামের দরুণ বৃহস্পতিবার সারাদিনই বৃষ্টি হয়। এতে মাঠ ভিজে যায়। যতটুকু খবর, শুক্রবার রাতে যদি বৃষ্টি না হয় তাহলে শনিবার সকাল থেকেই খেলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঠ ভিজে থাকলেও উইকেট সতেজ রয়েছে বলে ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর।

এদিন প্রায় সারাক্ষণই দু-দলের ক্রিকেটাররা ড্রেসিং রুমে কাটান। ম্যাচটি মুম্বাইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ত্রিপুরা ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেলেই গ্রুপ শীর্ষে থাকবে মুম্বাই। নতুবা নেমে যাবে নীচে। ফলে প্করথম দিনের খেলা না হওয়ায কিছুটা চাপেই থাকবে মুম্বাই। আসরে ৩ ম্যাচ খেলে বিদর্ভ এবং মুম্বাই ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ১৩ পয়েমন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চন্ডিগড়।