ডেস্ক রিপোর্টার, ২২মে।।
       বিয়ে বাড়ি কাণ্ডে ক্লিন চিট পেলেন আইএএস শৈলেশ যাদব। সিদ্ধান্ত ত্রিপুরা হাইকোর্টের। বুধবার তার বিরুদ্ধে আনা তিনটি রিট পিটিশনই খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি। শৈলেশ যাদবের পক্ষে আইনজীবী ছিলেন সম্রাট কর ভৌমিক।
       প্রসঙ্গত করুণা কালীন অবস্থায় রাতের আগরতলায় এক বিয়ে বাড়িতে চলছিলো বিয়ের অনুষ্ঠান। এই সময়ে তৎকালীন পশ্চিম জেলার জেলাশাসক শৈলেশ যাদব বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে ছিলেন।অভিযোগ ছিল,ঘটনার সময়ে তিনি বর – কন্যে সহ পুরোহিতকে মারধর করেছিলেন। এর প্রেক্ষিতে বর – কন্যের পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ দিন মামলা শুনানির পর ত্রিপুরা হাইকোর্ট শৈলেশ যাদবকে ক্লিন চিট দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *