ডেস্ক রিপোর্টার, ১৬মে।।
    প্রদ্যুৎ কিশোর ছিলেন গ্রেটার তিপ্রাল্যান্ডের ফেরিওয়ালা।এখন গ্রেটার তিপ্রাল্যান্ড অতীত।
রাজবাড়ীর আবর্জনায় লুটুপুটু খাচ্ছে গ্রেটার তিপ্রাল্যান্ড। প্রদ্যুতের দ্বিতীয় কৌশল সাংবিধানিক সমাধান।সাংবিধানিক সমাধানের ঔষধ ইন্টারলোকেটর।ইন্টারলোকেটর নামক ঔষধ এখনো রাজ্যে আসেই নি।


গ্রেটার তিপ্রাল্যান্ড, সাংবিধানিক সমাধান ও ইন্টারলোকেটর ইস্যুতে তিপ্রামথার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর ব্যর্থ। এখন পর্যন্ত তিনি কোনটার সুরাহা করতে পারেন নি। বিধানসভা ভোটের আগে জনজাতিদের দেখানো স্বপ্নের ধারে কাছে পৌঁছতে পারেন নি বুবাগ্রা। জনজাতি সম্প্রদায়ের একটা অংশ বুঝে গেছে বুবাগ্রার এলেম। জনজাতিদের ভাবাবেগকে হাতিয়ার করে প্রদ্যুৎ কিশোর যে রাজনীতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন তা বিলক্ষণ বুঝতে পেরেছে গিরিবাসীরা।এখন তার পক্ষে আর কিছু করা সম্ভব নয়।
জনজাতিদের কাছে প্রদ্যুৎ দিনের পর দিন আস্থা হারাচ্ছেন। তার কথা এখন জনজাতিদের কাছে অর্থহীন হয়ে উঠেছে। এটাই হওয়ার কথা ছিলো।এবং হয়েছে তাই। মানুষকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে বেশিদিন যে রাজনীতি করা যায় না, তা এখন হয়তো বা বাবাগ্রা বুঝতে পারছেন। তাই এখন কৌশল পরিবর্তন করলেন।


গ্রেটার তিপ্রাল্যান্ড, সাংবিধানিক সমাধান ও ইন্টারলোকেটর এখন কুলুঙ্গিতে। প্রদ্যুতের নয়া কৌশল ককবরক ও কাউ ব্রু ভাষার উন্নয়ন।
তার জন্য নতুন স্ক্রিপ্ট আরোপ করা।রাজনীতিকরা বলছেন, এই মুহূর্তে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মহাফেজ খানার কুলুঙ্গিতে থাকা গ্রেটার তিপ্রাল্যান্ড, সাংবিধানিক সমাধান ও ইন্টারলোকেটর  এখন পচনশীল।এই সব ইস্যুকে জনজাতিরা পাতে তুলতে চাইছে না।মানুষ যা বুঝার বুঝে গেছে।


এটা বিলক্ষণ উপলব্ধি করতে পেরেছেন ত্রিপুরার মুকুটহীন স্ব – ঘোষিত রাজা প্রদ্যুৎ কিশোর।তাই তিনি এখন দেববর্মা ও রিয়াং সম্প্রদায়ের ভাষা ককবরক ও কাউ ব্রু’ র জন্য পৃথক স্ক্রিপ্ট রচনার জন্য জরুরী বৈঠকের আহ্বান করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই বৈঠকে টি ডব্লিউ এফ, টিআইএসএফ্, ওয়াইটিএফ সহ সমস্ত তিপ্রামথার নেতা – কর্মীদের উপস্থিত থাকার বার্তা দিয়েছেন বুবাগ্রা।


প্রদ্যুৎ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন,  “তিপ্রাসারা অধিকার অর্জনের জন্য কিভাবে প্রতিবাদ আন্দোলন করবেন, তার সিদ্ধান্ত নেওয়ার জন্য। এবং তিনি বলেছেন, ” প্রশাসনের জন্য প্রতিদিন জনমনে তাদের আস্থা ক্ষুন্ন হচ্ছে।”
রাজনীতিকরা বলছেন, রাজ্যের জনজাতিদের দৃষ্টি ভঙ্গি গ্রেটার তিপ্রাল্যান্ড, সাংবিধানিক সমাধান ও ইন্টারলোকেটরের দিক থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য নতুন কৌশল নিয়েছেন প্রদ্যুৎ। জনমনে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এখন প্রদ্যুৎ কিশোরের হাতিয়ার দুই বৃহত্তর জনজাতি সম্প্রদায়ের ভাষা ককবরক ও কাউ ব্রু’ র উন্নয়ন।এভাবে প্রদ্যুৎ আর কতদিন রাজনীতির চড়া বাজার ধরে রাখতে পারবেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ  তিপ্রামথার নেতা – কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *