
ডেস্ক রিপোর্টার,২৩ ফেব্রুয়ারি।।
সম্প্রতি ভোট সমীক্ষক সংস্থা জান কি বাত ত্রিপুরার ২৩- র বিধানসভা নির্বাচন নিয়ে ওপিনিয়ন পোল করেছিলো। জান কি বাত ভোট সমীক্ষক সংস্থার ওপিনিয়ন পোলে দেখানো হয়েছিল , নির্বাচনে ৩০ থেকে ৩৫ টি আসন পেতে পারে বিজেপি – আইপিএফটি জোট। শতাংশের হিসাবে ভোট পাবে ৩৯ থেকে ৪২ শতাংশ।
জান কি বাতের সমীক্ষা অনুযায়ী, বাম – কংগ্রেস জোট পেতে পারে ১৩ থেকে ১৬টি আসন। শতাংশের হিসাবে ভোট পেতে পারে ৩৮ থেকে ৪১ শতাংশ। প্রদ্যুৎ কিশোরের তিপ্রামথাকে ১১ থেকে ১৩টি আসন দিয়েছে প্রদীপ ভাণ্ডারীর জান কি বাত।
তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন জান কি বাতের এই সমীক্ষা নিয়ে রীতিমত উপহাস করেছেন। প্রদ্যুৎ কিশোর জান কি বাতের এই সমীক্ষার পর বলেছিলেন,
” প্রদীপ ভান্ডারী অনেক বড় সমীক্ষক। তার সমীক্ষা নিয়ে কিছু বলার নেই।”
বাস্তব অর্থে প্রদ্যুৎ জান কি বাতের সি ই ও প্রদীপ ভান্ডারীর সমীক্ষা নিয়ে কটাক্ষই করেছেন। এবং তার প্রমাণ দিয়েছেন মথার সুপ্রিমো প্রদ্যুৎ নিজেই।
প্রদ্যুৎ কিশোর তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পশ্চিমবাংলার শেষ নির্বাচনের জান কি বাতের একটি সমীক্ষার অংশ তুলে ধরেন। তিনি লিখেন,
“Jan ki Baat Scientific prediction for west Bengal Assembly Election!”

পশ্চিমবাংলার শেষ বিধানসভা নির্বাচনে সমীক্ষক সংস্থা জান কি বাতের সমীক্ষা ডাহা ফেল করেছিল।
জান কি বাত তৎকালীন সময়ে সমীক্ষা করে জানিয়ে দিয়েছিল, পশ্চিম বাংলায় ক্ষমতা দখল করছে বিজেপি। বিজেপির দখলে থাকবে ১৫০ থেকে১৬২ টি আসন। তৃণমূল কংগ্রেস পাবে ১১৮ থেকে ১৩৪টি। এবং মহাজোট পাবে ১০ থেকে ১৪টি আসন।
কিন্তু ফলাফল ঘোষণার পর জান কী বাতের সমীক্ষার সঙ্গে বাস্তবের কোন মিল ছিল না। প্রদীপ ভান্ডারীর সমীক্ষাকে মিথ্যা প্রমাণিত করে বাংলায় পুনরায় ক্ষমতা দখল করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ।

স্বাভাবিক কারণেই ২৩- র ত্রিপুরার বিধানসভা নির্বাচন নিয়ে জান কি বাতের সমীক্ষার উপর ভরসা রাখতে পারেননি প্রদ্যুৎ কিশোর।তাই তিনি উপহাস করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পশ্চিমবাংলার শেষ বিধানসভা নির্বাচনের জান কি বাত সমিক্ষক সংস্থার সমীক্ষা তুলে ধরে রীতিমতো উপহাস করেন। এবং এই সংস্থার সমীক্ষাকে সাইন্টিফিক প্রেডিকশন বলেও কটাক্ষ করেন প্রদ্যুৎ।
রাজনীতিকরা বলছেন, তিপ্রামথার সুপ্রিম প্রদ্যুৎ কিশোর তার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন ত্রিপুরাতেও মিথ্যা প্রমাণিত হতে পারে জান কি বাতের সিইও প্রদীপ ভান্ডারীর সমীক্ষা। প্রসঙ্গত ২০১৮ র বিধানসভা নির্বাচনে ত্রিপুরার ভোট নিয়ে সমীক্ষা করেছিলো জান কি বাত। সেই সমীক্ষায় বিজেপি নিশ্চিত ভাবে ক্ষমতায় আসছে বলে দাবি করা হয়েছিল। এবং সমীক্ষাও বাস্তব প্রমাণিত হয়েছিলো।এখন দেখার বিষয় ২৩ – র নির্বাচনে জান কি বাত নিজের নামের সুবিচার করতে পারে কি না।