ডেস্ক রিপোর্টার, ৬জুন।।
জেলে বসেই সংসদে পৌঁছে গেলেন দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকারীর ছেলে। তার নাম অমৃত পাল সিং।পঞ্জাবের খাদুর সাহিব কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে ১ লক্ষ ৪৫ হাজারের বেশি ভোটে তিনি জয়ী হয়েছেন।অমৃত পাল পঞ্জাবের ব়্যাডিক্যাল নেতা হিসাবে পরিচিত। জাতীয় নিরাপত্তা আইনে তাঁর বিরুদ্ধে মামলা ঝুলছে । সেই অভিযোগেই অমৃতের গ্রেফতার ও জেলে যাওয়া। বর্তমানে তিনি অসমের ডিব্রুগড়ের জেলে বন্দি। অসমের জেল থেকেই লোকসভা নির্বাচনে লড়াই করেছিলেন তিনি । নির্দল প্রার্থী হিসাবে।

তার নির্বাচনী ক্ষেত্র ছিলো পঞ্জাবের খাদুর সাহিব কেন্দ্র। এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে কংগ্রেস এবং আপ তৃতীয় স্থানে। জয়ের ব্যবধান ১ লক্ষ ৪৫ হাজারের বেশি ভোট । অমৃত পালের অপর একটি পরিচয়ও রয়েছে। তার বাবাই ছিলো ইন্দিরা গান্ধীর হত্যাকারী।
পাঞ্জাবের নির্দল প্রার্থী অমৃতপাল সিং ওয়ারিস পঞ্জাব ডি-র প্রধান। শেষ বছর তার অমৃত পালের কারণে দফায় দফায় তপ্ত হয়ে উঠেছিল পাঞ্জাব। তার এক সমর্থককে আটক করেছিলো পাঞ্জাব পুলিশ। এরপর অমৃত পালের সমর্থকরা থানা হামলা করে। এবং ছিনিয়ে নিয়ে যায় গ্রেফতার হওয়া অনুগামীকে।

এই ঘটনার পেছনে অমৃতপালের মস্তিষ্ক কাজ করেছিলো। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছিলো অমৃত পালকে।তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পাঞ্জাব পুলিশ। অমৃতপাল নিজেকে খলিস্তানপন্থী হিসাবে পরিচয় দিয়ে থাকেন।

তাঁর কর্মী-সমর্থরা কতটা হিংস্র। তার প্রমান আগেই পাওয়া গিয়েছে। অমৃত পাল সংসদে চলে আসায়, সে এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাহলে এখন কি লোকসভার ভিতরে উঠবে খলিস্তানের আওয়াজ? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে গোটা দেশে।