
ডেস্ক রিপোর্টার, ১১আগষ্ট।।
সাব্রুমে জৈব সার কারখানা উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সাবরুমে গিয়েছিলেন জনসংযোগ কর্মসূচিতে এই কর্মসূচি শেষ করে মুখ্যমন্ত্রী ছুটে যান জৈব সার কারখানায় মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয় এই কারখানার।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে এই কেন্দ্র গড়ে তোলার জন্য ব্যয় হয়েছে ১ কোটি ৪৯ লক্ষ টাকা। এই বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে পচনশীল এবং অপচনশীল দ্রব্যগুলিকে আলাদা করে নষ্ট করা যাবে। এর পাশাপাশি এই কেন্দ্র থেকে বর্জ্য পদার্থকে কাজে লাগিয়ে জৈব সার উৎপাদন করা হবে।
এদিন মুখ্যমন্ত্রী এই জৈব সার কারখানায় কেন্দ্রে কর্মরত সাফাই কর্মীদের স্বাস্থ্যের বিষয়টি নজর বিষয়েও জোর দিয়েছেন। মুখ্যমন্ত্রী ছাড়াও জৈব সার কারখানার উদ্বোধনে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শঙ্কর রায়।