তেলিয়ামুড়া ডেস্ক,২১জুলাই।।
খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে ধান বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে তেলিয়ামুড়া বাজারে। আগামী রবিবার পর্যন্ত কৃষকরা রবিশস্য ধান বিক্রি কেন্দ্রে ধান বিক্রি করতে পারবে। বুধবার থেকে শুরু হয়েছে ধান বিক্রয় প্রক্রিয়া।
কৃষকরা জমিতে ফলানোর রবি শস্য ধান অধিক মুনাফায় বিক্রি করতে পারবে সরকারি এই ধান বিক্রি কেন্দ্রে । বর্তমানে সরকারি ধান বিক্রয় কেন্দ্রে রবি শস্য ধান বিক্রির ক্ষেত্রে লাভের মুখ দেখছেন কৃষকেরা। তার মধ্যে কৃষকরা প্রতিবছর সঠিক মূল্য পেত না পূর্বে। তবে সরকারিভাবে কৃষকদের কাছ সরাসরি রবিশস্য ধান ক্রয় করার উদ্যোগ গ্রহণ করার ফলে মুনাফা অর্জন করতে পারছে কৃষকরা।
এদিন তেলিয়ামুড়া মহকুমার খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তরের উদ্যোগে তেলিয়ামুড়া বাজারে সরকারি ধান বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের পুর পিতা রূপক সরকার, তেলিয়ামুড়া মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিক শুভঙ্কর চৌধুরী, মহকুমা কৃষি দপ্তরের আধিকারিক রাজীব দে সহ অন্যান্য আধিকারিকরা।
জানা গেছে আগামী ২৪ জুলাই পর্যন্ত ধান বিক্রয় কেন্দ্রটি খোলা থাকবে কৃষকদের স্বার্থে। এবছর সরকারিভাবে কৃষকদের কাছ থেকে প্রতি কুইন্টাল ১৯৪০ টাকায় দরে ধান কেনা হচ্ছে। যা তুলনামূলক অনেক বেশি। দাবি কৃষকদের। প্রথম দিনের তেলিয়ামুড়া মহকুমা তেলিয়ামুড়া, মুঙ্গিয়াকামি এবং কল্যাণপুর আর ডি ব্লকের অধীনে কুড়িজন কৃষক ধান বিক্রি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *