আগরতলা, ২৬সেপ্টেম্বর।।
“সবকা সাথ , সবকা বিকাশ , সবকা বিশ্বাস ও সবকা প্রয়াসের অন্তর্নিহিত অর্থই হল একাত্ম মানবতাবাদ । এই একাত্ম মানবতাবাদের রূপকার হলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় । পন্ডিত দীনদয়াল উপাধ্যায় বলেছেন সমাজ যতক্ষণ শক্তিশালী হবেনা ততক্ষণ দেশও শক্তিশালী হবে না।”বলেছেন, মুখ্যমন্ত্রী। রবিবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা , কারামন্ত্রী রামপ্রসাদ পাল , তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরা শিল্প উন্নয়ন নিমগের চেয়ারম্যান টিংকু রায় , তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড . পি কে চক্রবর্তী ও অধিকর্তা রতন বিশ্বাস । অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন । শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজনের তৎপর্য ব্যাখা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডা সাহা বলেন , স্বাধীনত্তোর ভারতবর্ষ মিশ্র মতবাদের উপর ভিত্তি করেই পরিচালিত হচ্ছিল । যেখানে দেশের জনগণের চাইতে রাজনৈতিক দল ও ব্যক্তি বিশেষকে গুরুত্ব দেওয়া হচ্ছিল । এই অবস্থা থেকে বেরিয়ে এসে ভারতবর্ষকে দেশ হিসাবে সুসংগঠিত করতে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় কাজ করে গেছেন । মুখ্যমন্ত্রী বলেন , পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মতে এই পৃথিবীতে প্রত্যেকে একে অপরের পরিপূরক । তাই সমাজের একেবারে শেষ ব্যক্তির উন্নয়নের জন্য তিনি সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন ।
মুখ্যমন্ত্রী আরও বলেন , দীনদয়াল উপাধ্যায়ের মতে দেশকে যুদ্ধ এবং শান্তি উভয় সময়েই ঐক্যবদ্ধ থাকতে হবে । তবেই উন্নত সমাজ ব্যবস্থা গড়ে উঠার সাথে সাথে সুসংগঠিত দেশ গড়ে উঠবে । মুখ্যমন্ত্রী আপামর জনসাধারণকে দীনদয়াল উপাধ্যায়কে জানার জন্য তাঁর রচিত বিভিন্ন বই পড়ার জন্য সকলকে অনুরোধ জানান ৷ দীনদয়াল উপাধ্যায়ের ভারতীয়ত্বকে ভিত্তি করে দেশ পরিচালনার চিন্তাভাবনাকে পাথেয় করেই বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশ পরিচালনা করছেন বলেও মুখ্যমন্ত্রী অভিমত প্রকাশ করেন । অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন , দীনদয়াল উপাধ্যায়ের সম্পূর্ণ জীবনটাই একটা দর্শন । পৃথিবীর বিভিন্ন সুপরিচিত মতবাদগুলো শুধু মানুষে মানুষের মধ্যে বিভেদই সৃষ্টি করেছে । কিন্তু দীনদয়াল উপাধ্যায়ের একাত্ব মানবতাবাদের মূল মন্ত্রই হল পৃথিবীর প্রত্যেকটি মানুষের উন্নয়ন । এখানে কোন ভেদাভেদ থাকবে না । উন্নয়ন শুরু হবে সমাজের সবচেয়ে অন্তিম ব্যক্তির কল্যাণের মধ্য দিয়ে । বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার সেই মতবাদে বিশ্বাসী হয়েই সকলের উন্নয়নে ব্রতী রয়েছে ।
উপমুখ্যমন্ত্রী বলেন , এই বিশ্বাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা অতিমারীর সময় নিজের দেশের সকল মানুষের জন্য বিনামূল্যে টিকার ব্যবস্থা করার পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশেও করোনা ভ্যাকসিন পাঠিয়েছিলেন । এতেই বোঝা যায় পৃথিবীর কল্যাণেও ভারতবর্ষ যেটা চিন্তা করে সেটাই করে । উপমুখ্যমন্ত্রী আরও বলেন , ভারতবর্ষকে শুধু মানচিত্র দিয়েই বিবেচনা করলে হবে না , এর একটি সাংস্কৃতিক ঐতিহ্যও রয়েছে । ভারতীয়ত্বের মধ্যে রয়েছে সাংস্কৃতিক জাতীয়তাবোধ । অনুষ্ঠানে কারামন্ত্রী রামপ্রসাদ পাল বলেন , পন্ডিত দীনদয়াল উপাধ্যায় ছোটবেলা থেকে দারিদ্রতাকে প্রবলভাবে অনুভব করেছিলেন । সেই অনুভব থেকে মানুষ ও রাষ্ট্রের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছিলেন । সকলে এক হয়ে সমাজের সমস্যাগুলি কিভাবে নিরসন করা যায় তা নিয়ে জন আন্দোলন গড়ে তুলেন । প্রকৃত দেশ সেবাই ছিল দীনদয়াল উপাধ্যায়ের মূল উদ্দেশ্য ।
