ডেস্ক রিপোর্টার, ১৯মে।।
           দূর্গা প্রসন্ন হত্যাকান্ডে জড়িত মূল অভিযুক্ত রাজু বর্মন এখনোও পুলিশের ধরাছোঁয়ার বাইরে। পুলিশ ধাপে ধাপে এই মামলায় জড়িত সাত জনকে গ্রেফতার করেছে। তদন্তকারী পুলিশের কাছে মোডাস অপারেন্ডি পরিষ্কার। সিপিডব্লিউ- র দখলদারী। আপাত দৃষ্টিতে এটা নিয়ে রাজু বর্মনের সঙ্গে দূর্গা প্রসন্ন ওরফে ভিকির ঝামেলার সূত্রপাত। কিন্তু এর নেপথ্যে রয়েছে ২০০ কোটির খেলা।


ঊষা বাজার সিপিডব্লিউডি – র সূত্রের খবর, আগামী জুলাই – আগস্ট মাসে সিপিডব্লিউডি – র ২০০ কোটি টাকার কাজ বের হওয়া কথা। সব কিছুই চূড়ান্ত। অফিসের অন্দর মহল থেকে এই খবর অফিসারদের মাধ্যমে পৌঁছে গিয়েছিল রাজু – ভিকি উভয় শিবিরেই। স্বাভাবিক ভাবেই ২০০ কোটির নির্মাণ কাজের কমিশনের অঙ্কও অনেক বড়। আর তাতেই মাথা ঘুরতে শুরু করেছিল উভয় শিবিরের।
এই পরিস্থিতিতে সিপিডব্লিউডি রাজুর হাত থেকে ফস্কে যাওয়ার সম্ভবনাও তৈরি হয়ে যায়। ভারত রত্ন সংঘের সম্পাদকের দায়িত্ব থেকে ভিকি সরিয়ে দিয়েছিলো রাজুকে।


সিপিডব্লিউডির নিগোসিয়েশন কারবার থেকে রাজুকে সরিয়ে দেওয়াটা ছিলো শুধু সময়ের অপেক্ষা। ঊষা বাজারে রাজুর যাওয়া আসা বন্ধ হয়ে গিয়েছিল। এলাকার সমস্ত যুবকদের নিজের মুঠিতে নিয়ে গিয়েছিল ভিকি।রাজুর পিঠ দেওয়ালে ঠেকে যায়। আর তার সামনে ছিলো সিপিডব্লিউডি – র দুইশ কোটি টাকার ১০ শতাংশ কমিশন। রাজু বুঝে গিয়েছিলো তার পক্ষে ভিকির সঙ্গে লড়াই করে দুইশ কোটির কমিশন বগলদাবা করা সম্ভব নয়। রাজু এই টাকা ঝুলিতে না নিতে পারলে শাসক দলের পৃষ্ঠ পোশক নেতাদের কাছে সে গুরুত্বহীন হয়ে যাবে।পুরোটাই গ্রিপ করে নেবে ভিকি।


দুইশ কোটির খেলায় শাসক দলের একাংশ নেতা ভিকিকেও ধোঁয়া দিতে শুরু করে। তাই সিপিডব্লিউডি দখলের জন্য মরিয়ার হয়ে উঠেছিল ভিকিও । এলাকার যুব সম্প্রদায়কে নিজের দিকে টেনে নিয়েছিল। সাধারন মানুষের সমর্থন পাওয়ার জন্য দান দক্ষিনাও করতে শুরু করেছিলো ভিকি। অল্প সময়ের মধ্যে এলাকায় বেড়ে গিয়েছিল ভিকির জনপ্রিয়তা। রাজু বর্মনের কাছে চিত্র পরিষ্কার হয়ে যায়। এবং সে বিলক্ষণ বুঝতে পারে সিপিডব্লিউর নিগোসিয়েশন বাণিজ্যে তার দাদাগিরির দিন শেষ হয়ে আসছে।


তখনই রক্ত খেকো হয়ে উঠে রাজু বর্মন। এবং প্রতিদ্বন্দ্বী ভিকিকে খালাস করার জন্য অমিত ঘোষের মাধ্যমে তৈরি করে স্ক্রিপ্ট। নিখোদ ভাবেই অমিত ঘোষের দেওয়া অপরাধের স্ক্রিপ্টের বাস্তব রূপ দেয় রাজু বর্মন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *