ডেস্ক রিপোর্টার,৮সেপ্টেম্বর।।
       বামেদের ক্লিন স্যুইপ করে দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়েছে বিজেপি। ধনপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী বিন্দু দেবনাথ পরাজিত করেছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তথা সিপিএম প্রার্থী কৌশিক চন্দকে। তিনি শুধু পরাজিতই হননি । জামানতও জব্দ হয়েছে।২৩-র বিধানসভা নির্বাচনের পর উপভোটেও বিজেপি ধরে রাখে ধনপুর।


এই কেন্দ্রে বিজেপির প্রার্থী বিন্দু দেবনাথের প্রাপ্ত ভোট ২৯,৬৯৮। এবং সিপিআইএম প্রার্থী কৌশিক চন্দের প্রাপ্ত ভোট ১১,০৭৩।


অন্যদিকে এই প্রথম বক্সনগর বিধানসভা কেন্দ্রে উড়েছে বিজেপির বিজয়ের গেরুয়া রং। উপভোটে বিজেপির প্রার্থী তফাজ্জল হোসেন পরাজিত করেছেন সিপিএম প্রার্থী মিজান হোসেনকে। বক্সনগরেও হয়েছে ধনপুরের পুনরাবৃত্তি। জামানত জব্দ হয়েছে সিপিএম প্রার্থী মিজান হোসেনের। বক্সনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেনের প্রাপ্ত ভোট ৩৩,৮৪৯। এবং সিপিআইএম প্রার্থী মিজান হোসেনের প্রাপ্ত ভোট ৩,৮৮৪।
    উপনির্বাচনে  এই জয়ের ফলে বিজেপির মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ৩৩। জোট শরিক আইপিএফটিকে নিয়ে তাদের রয়েছে মোট ৩৪টি আসন।


উপ নির্বাচনে পরাজয়ের ফলে অবনমন হয়েছে বামেদের।২৩র বিধানসভায় তারা পেয়েছিল ১১টি আসন। উপনির্বাচনে বক্সনগর হাতছাড়া হওয়ার সুবাদে তাদের আসন সংখ্যা কমে হয়েছে ১০।


নিঃসন্দেহে উপনির্বাচনে বিজেপির এই জয় বিধানসভায় শাসক দলকে করলো আরো মজবুত। আরো নিশ্চিত ভাবে সরকার পরিচালনা করতে পারবেন রাজ্যের অভিভাবক তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *