
ডেস্ক রিপোর্টার,২৭মার্চ।।
রাজ্যের ধনপুর বিধানসভা কেন্দ্রের সঙ্গে আগরতলা পুর নিগমের ৪৭ নম্বর ওয়ার্ডে উপভোট অনুষ্ঠিত হবে। খুব শীঘ্রই ৪৭ নম্বর ওয়ার্ডের কর্পোরেট পদ থেকে ইস্তফা দেবেন মীনা রানী সরকার। তিনি বর্তমানে বাঁধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিটে বাধারঘাট কেন্দ্র থেকে লড়াই করেছিলেন।এবং হয়েছিলেন জয়ী। নিয়ম অনুযায়ী, এক জন দুই পদ আঁকড়ে ধরে রাখতে পারবেন না। তাই এই নিয়মের অবর্তের মধ্যে মীনা সরকারও দুই পদে বসে থাকতে পারবেন না।তাই মীনাকে একটি পদ থেকে ইস্তফা দিতে হবেই।
বাধারঘাটের খবর অনুযায়ী, মীনা সরকার আগরতলা পুর নিগমের কর্পোরেট পদ থেকে ইস্তফা দেবেন।আগামী কিছু দিনের মধ্যেই মীনা করবেন পদত্যাগ। ৪৭ নম্বর ওয়ার্ডে উপ ভোট কেন্দ্র করে ইতিমধ্যে দৌঁড় ঝাঁপ শুরু করেছেন বাধারঘাট মণ্ডলের বিজেপি নেতৃত্ব। মীনা সরকারের পরিবর্তে বেশ কয়েকটি নাম সামনে এসেছে।তবে এখন পর্যন্ত দল স্থির করে নি কাকে উপ ভোটে প্রার্থী করবে।

বিজেপি সূত্রের খবর, ৪৭ নম্বর ওয়ার্ডের উপ ভোটে এবারও সরকার পরিবারের কাউকে টিকিট দেবে দল। মীনা সরকারও এটাই চাইছেন। তবে স্থানীয় ভাবে এর বিপক্ষে গুঞ্জন শুরু হয়েছে।অনেকেই পুর নিগমের উপ ভোটে সরকার পরিবারের আর কোনো সদস্যদের দেখতে চাইছে না। এখন নতুন মুখ আনতে চাইছে তারা।এই বিষয় নিয়ে বাধারঘাট বিজেপিতে হাওয়া গরম হতে চলছে।
নির্বাচন কমিশনের খবর, ধনপুর বিধানসভা কেন্দ্র ও আগরতলা পুর নিগমের ৪৭ নম্বর ওয়ার্ডের উপ নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গেছে। আগামী মাসেই দেশের আরো কয়েকটি রাজ্যের বিধানসভা ও কয়েকটি লোকসভা কেন্দ্রে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।একই সঙ্গে রাজ্যের একটি বিধানসভা কেন্দ্র ও পুর নিগমের একটি ওয়ার্ডে উপ ভোট অনুষ্ঠিত হবে।
৪৭ নম্বর ওয়ার্ডের উপ নির্বাচন নিয়ে বাম কংগ্রেস জোটও এগোচ্ছে সন্তর্পনে।তারা উপ নির্বাচনেও এক্ জোট হয়ে লড়াই করবে। অর্থাৎ বিজেপিকে ঠেকাতে সব ধরনের রাজনৈতিক মঞ্চেই এখন বাম কংগ্রেস হাতে হাত মিলিয়ে লড়াই করতে প্রস্তুতি নিয়েছে।তাই ৪৭ নম্বর ওয়ার্ডের উপ নির্বাচনেও হবে জম্পেশ লড়াই।বলছেন রাজনীতিকরা।