ডেস্ক রিপোর্টার,২৬মে।।
আগরতলার নজরুল কলাক্ষেত্রে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।বিনম্রতা ও শ্রদ্ধার সহিত কবির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন মন্ত্রী।
বৃহস্পতিবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে প্রভাতী অনুষ্ঠানের মাধ্যমে নজরুল কলাক্ষেত্র প্রাঙ্গণে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে কবি প্রণাম অনুষ্ঠান আয়োজিত হয়৷এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার,ত্রিপুরা উচ্চশিক্ষা পর্ষদের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ তথা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর ডক্টর অরুণোদয় সাহা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রশান্ত কুমার গোয়েল, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুভাষ দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।এদিনের এই মনোজ্ঞ অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা নজরুল সংগীত পরিবেশন করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *