Tripura News: কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জল মগ্ন তিলোত্তমা আগরতলা।
ডেস্ক রিপোর্টার,৮ অক্টোবর।। কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জল মগ্ন আগরতলা।মঙ্গলবার ভোর রাত থেকেই ক্ষণে ক্ষণে বৃষ্টি শুরু হয়েছে। এখনও আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ছে বৃষ্টি। এই অবস্থায় তিলোত্তমা আগরতলা থৈথৈ করছে জলে।…