ডেস্ক রিপোর্টার,১১জুন।।
মাত্র পাঁচশ টাকার দেনা মিটাতে না পারার কারণে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর করেছে পাওনাদার। গৃহবধূর নাম রুসনা বেগম। আশঙ্কা জনক অবস্থায় গৃহবধূর চিকিৎসা চলছে হাসপাতালে। ঘটনা উত্তর জেলার কদমতলা থানাধীন ইচাই লালছড়া গ্ৰামের ২নম্বর ওয়ার্ডে শুক্রবার সকালে। পুলিশ অভিযুক্ত পাওনাদার হোসেন মিয়ার বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে,ইচাই লালছড়া গ্ৰামের বাসিন্দা মুসব্বির আলী তাঁর প্রতিবেশী হোসেন মিয়ার কাছ থেকে পাঁচশ টাকা ধার এনেছিলো।
শুক্রবার সকালে পাওনাদার হোসেন মিয়ার টাকার জন্য হাজির হয় মুসব্বির আলীর বাড়িতে। এবং তার ধার দেওয়া টাকা দাবি করে।
মুসব্বির জানিয়ে দেন, এদিন তাঁর মাইক্রো ফিন্যান্স’র কিস্তির টাকা দিতে হবে। কয়েকদিন পর সে টাকা মিটিয়ে দেবে। কিন্তু হোসেন তাতে মানতে রাজি নয়। মুসব্বিরকে মারধর শুরু করে হোসেন।এমন সময় ঘর থেকে বেরিয়ে আসে মুসব্বিরের অন্ত:সত্ত্বা স্ত্রী রুসনা বেগম। এসময় হোসেন তার হাতে থাকা লাঠি দিয়ে রুসনার পেটে আঘাত করে। সঙ্গে সঙ্গেই মহিলা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হোসেন।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে কদমতলার থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে উদ্ধার করে নিয়ে যায় কদমতলা সামাজিক হাসপাতালে। এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় লোকজন এক কাট্টা হয়ে যায়।তারা অভিযুক্ত হোসেন মিয়ার উপযুক্ত শাস্তির দাবি করছে।
