ডেস্ক রিপোর্টার,২৮ নভেম্বর।।
রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগেই ভবিষ্যত বানী করেছিলেন।ভোট গ্রহণের ৪৮ ঘন্টা আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন বিরোধী শূন্য হবে আগরতলা পুর নিগম।অর্থাৎ নিগমের ৫১টি আসনের মধ্যে ৫১টিতে জয় পাবে বিজেপি।
রবিবাসরীয় দিনে অক্ষরে অক্ষরে মিলে গেলো রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ভবিষ্যৎ বানী। নিগমের ভোট গণনা পর দেখা গেলো আগরতলায় ক্লিন সুইপ বিজেপির।আগরতলা পুর নিগমের সবকয়টি আসনেই জয় ছিনিয়ে নেয়।অর্থাৎ ৫১-০। বিরোধীরা মাথা তুলে দাঁড়াতে পারেনি। খড়-কুটুর মতো উড়ে যায় প্রধান বিরোধী দল সিপিআইএম, সদ্য মাথা চাড়া দিয়ে উঠা তৃণমূল, কংগ্রেস ও তিপ্রামথা।
তবে নিগমের ২৬টি ওয়ার্ডে বামেদের পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল কংগ্রেস। অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে বামেদের।রাজ্যের আরো ১৩টি পুরসভা ও ৬টি নগর পঞ্চায়েতেও ধরাশায়ী বাম-তৃণমূল-কংগ্রেস।বেশ কিছু আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিলো শাসক দল বিজেপি।সব মিলিয়ে বলা চলে রাজ্যের পুর ও নগর ভোটে হোয়াইট ওয়াশ বিরোধী শক্তি। তৎসঙ্গে নগর ও পুর ভোটের মাধ্যমে ২৩-র মহারণের বার্তাও দিয়ে দেয় বিজেপি।
