ডেস্ক রিপোর্টার,আগরতলা।।
অবশেষে দীর্ঘ জল্পনার কল্পনার অবসান। কৈলাশহর লাটিয়াপুরা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৌর আলী কবুল করেছে, সে নিজেই হত্যা করেছে স্ত্রী নিসফা বেগমকে। মঙ্গলবার দুপুরে তদন্তকারী পুলিশ ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়ে তৌর আলীর বাড়িতে যায়। বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে খুনের কাজে ব্যবহৃত দা।

রক্তমাখা কাপড়। সাধারন প্রশাসন, ফরেনসিক বিশেষজ্ঞ ও তদন্তকারী পুলিশের সামনে তৌর আলী তার স্ত্রী নিসফা বেগমকে খুন করার মহড়া দেয়। মহড়ার সময় উপস্থিত ছিলেন কৈলাসহরের অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া, মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ,ইরানি থানার ওসি যতীন্দ্র দাস।

ওসি যতীন্দ্র দাস জানিয়েছেন, নিজের স্ত্রীকে খুন করার কথা স্বীকার করেছে তৌর আলী। পুলিশ খুনের কাজে ব্যবহৃত দা সহ রক্ত মাখা কাপড়, বালিশ উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক ধারণা পরকীয়া বিষয়ক সন্দেহ থেকেই তৌর আলী তার নিসফা বেগমকে খুন করেছে।

তবে মৃতার বাবার বাড়ির লোকজনের অভিযোগ, অতিরিক্ত পনের খায় মেটাতে না পারাতেই নিসফাকে খুন করেছে তার স্বামী।প্রসঙ্গত, গত ১৯মে কৈলাশহর ইরানি থানায় নিসফা বেগমের বাপের বাড়ির লোকেরা তৌর আলীর খুনের অভিযোগ দায়ের করেছিলো। ঘটনার পর পলাতক ছিলো তৌর। সে বাড়ির পার্শ্ববর্তী একটি জলাশয়ে লুকিয়ে ছিলো। শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।