
তেলিয়ামুড়া ডেস্ক,৩রা মে।।
ইন্টারনেট পরিষেবা না থাকার কারণে প্রত্যন্ত এলাকার গিরিবাসীরা রেশন সামগ্রী থেকে বঞ্চিত। এমন অভিযোগ পাওয়া গেল মুঙ্গিয়াকামী ব্লকের অধীনে আঠারোমুড়া এ.ডি.সি ভিলেজ এলাকায়। তবে এমন ঘটনা প্রায়শই হয়ে থাকে।
প্রত্যন্ত এলাকার মানুষজন সহ খোদ রেশন ডিলারের অভিযোগ, আঠারমুড়া পাদদেশ তথা ৪৫ মাইল এলাকায় রেশন দোকানে ২৩৭ জন রেশন কার্ড হোল্ডার রয়েছে। তারা দূর-দূরান্ত অর্থাৎ বিলাইখাং,খাকলাই, পি.জি.পি কলোনি, কৃষ্ণমণি চৌধুরী রিয়াং পাড়া,সহ কুমারাই পাড়া এলাকার বাসিন্দারা দীর্ঘ পথ পায়ে হেঁটে সরকারি ন্যায্যমূল্যের দোকানে আসে রেশন সামগ্রী ক্রয় করতে। কিন্তু বাদ সাধে ইন্টারনেট পরিষেবা। কোনো কোনো সময় ইন্টারনেট পরিষেবা না থাকলে ভোক্তাদের রেশন সামগ্রী না নিয়ে খালি হাতেই ঘরমুখী হতে হয়।

এদিকে রেশন ডিলার মিজুরাম রিয়াং জানান, রেশন কার্ডে জিও টেকিং করতে হলে প্রায় ৫০ থেকে ৬০ মিটার টিলাভূমির উঁচু জায়গায় উঠতে হয়। এরপরেও ঠিক-থাক মতো ইন্টারনেট পরিষেবা পাওয়া যায় না। ফলে ভোক্তাদের যেমন রেশন সামগ্রী দেওয়া সম্ভব হয় না, তেমনি রেশন ডিলারকে রেশন দোকানের স্টকের হিসাব নিয়ে ঝামেলা পোহাতে হয়। আবার কখনো কখনো সময় মতো রেশন সামগ্রী না পেয়ে ভোক্তারা ক্ষোভ বিক্ষোভ দেখায়।

রেশন ভোক্তা সহ রেশন ডিলার মিজুরাম রিয়াং-র দাবি টেলিকম দপ্তর যেন প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট পরিষেবার বিষয়টি গুরুত্ব দিয়ে উন্নত করার পদক্ষেপ গ্রহণ করে। এতে প্রত্যন্ত এলাকার মানুষজন সহ রেশনিং ব্যবস্থা প্রদানের ক্ষেত্রে অনেকটাই সহায়ক হবে।