ডেস্ক রিপোর্টার,১৫অক্টোবর।।
                  বিধায়ক পদ থেকে পদত্যাগের ২৪ঘণ্টা অতিক্রান্ত না হতেই প্রত্যাশিত ভাবে তিপ্রামথাতে যোগ দিয়েছেন ধনঞ্জয় ত্রিপুরা। শনিবার রাজ অন্দরে গিয়ে তিনি যোগ দিয়েছেন তিপ্রামথাতে। আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠক করে ধনঞ্জয় ত্রিপুরা তিপ্রামথায় যোগদানের কথা জানিয়ে দেন। মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন ধনঞ্জয়কে দলে বরণ করে নেন। এদিন ধনঞ্জয় ত্রিপুরার সঙ্গে রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্তরের ১০০ জনজাতি নেতা সহ প্রচুর অনুগামী মথাতে যোগদান করেন। ধনঞ্জয় ত্রিপুরা জানিয়েছেন, তিনি তিপ্রাসাদের  স্বার্থে লড়াই করার জন্যই আইপিএফটি ছেড়েছেন। তাছাড়া বর্তমানে অভিভাবকহীন আইপিএফটি। নেতা কর্মীরা ভুগছে হতাশায়। এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে তারা বেছে নিয়েছে তিপ্রামথাকে।
                  খবর অনুযায়ী আগামী সোমবার মেবার কুমার জমাতিয়া সহ আইপিএফটির তিন বিধায়ক তাদের বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন।তারা সরাসরি চলে যাবেন রাজ্য বিধানসভায়। সেখানে অধ্যক্ষ রতন চক্রবর্তীর হাতে তুলে দেবেন পদত্যাগ পত্র। পরবর্তী সময়ে তারা যোগ দেবেন তিপ্রামথাতে।
                 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *