
ডেস্ক রিপোর্টার, ৫আগষ্ট।।
রাজ্য বিজেপির প্রয়াত নেতা শ্যামহরি শর্মাকে সম্মান জানালো খোয়াই। খোয়াই শহরে নবনির্মিত বিপণি কেন্দ্রের নামকরণ করা হয়েছে শ্যামহরি শর্মার নামে। শুক্রবার এই বিপণি কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্য বিজেপির সহ- সভাপতি অমিত রক্ষিত। তিনি শ্যামহরি শর্মা বিপণি উদ্বোধন করে বলেন, “যারা এ রাজ্যে ভারতীয় জনতা পার্টির ইতিহাস সম্বন্ধে ওয়াকিবহাল তারা জানেন শ্যাম হরি শর্মা এবং উনার পরিবারের ভূমিকা এই রাজ্যে দলের প্রতিষ্ঠার পেছনে।”

প্রসঙ্গত, ১৯৯২ সালে রাজ্য বিজেপির সভাপতি ছিলেন শ্যামহরি শর্মা। তৎসময়ে কংগ্রেস- টিইউজেএস জোট জামানায় আগরতলা কেন্দ্রে উপনির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছিলো। উপনির্বাচনে শ্যামহরি শর্মা ছিলেন বিজেপির প্রার্থী। কোনো এক সন্ধ্যায় রাজধানীর লালবাহাদুর চৌমুহনীতে শ্যামহরি শর্মা দলীয় নেতা – কর্মীদের নিয়ে পথ সভা করছিলেন। এই পথ সভাতেই দুষ্কৃতীরা আক্রমণ করেছিলো। প্রকাশ্যে গুলি করে শ্যামহরি শর্মাকে হত্যা করা হয়েছিলো। এই ঘটনায় আরো কয়েকজন বিজেপি নেতা গুরুতর জখম হয়েছিলেন। বিজেপি নেতৃত্বের অভিযোগ, এই ঘটনার মূল মাস্টার মাইন্ড ছিলো রাজধানীর সমাজদ্রোহী মধুসুধন সাহা ওরফে ভোলা সাহা। পরবর্তী সময়ে এই ভোলা সাহা কংগ্রেসের টিকিটে বনমালীপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন বিধানসভা নির্বাচনে।এবং জয়ী হয়ে বিধায়কও হয়েছিলেন।