
স্পোর্টস ডেস্ক, ৫ডিসেম্বর।।
শেষ প্রস্তুতি সেরে নিলো ত্রিপুরার ক্রিকেটাররা। ওড়িশার বিরুদ্ধে ঘুরে দাড়াতে বদ্ধপরিকর ত্রিপুরার ক্রিকেটাররা। তা মাথায় রেখেই শেষ প্রস্তুতি সেরে নিলো দেবজ্যোতি পাল-রা। অসমের মঙ্গলদৈ-এ বুধবার থেকে শুরু হবে তিন দিনের ম্যাচটি। অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে।তামিলনাড়ুর বিরুদ্ধে মরশুমের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ইনিংসে পরাজিত হয়েছিলো ত্রিপুরা। ম্যাচ শেষ হয়ে গিয়েছিলো দুদিনেই।

ওই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তাই অনুশীলনে ব্যাটসম্যানদের উপরই বেশী জোড় দিচ্ছেন ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। মঙ্গলবার প্রায় ৩ ঘন্টা অনুশীলন করে ত্রিপুরার ক্রিকেটাররা। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে নেটে দীর্ঘসময় অনুশীলন করে ক্রিকেটাররা। আজ টসে জয়লাভ করলে ত্রিপুরা প্রথমে ফিল্ডিং নেবে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে সকালের স্যাঁতস্যাতে আবহাওয়ার ফায়দা নিতে পারে জোরে বোলাররা।

ত্রিপুরার হয়ে গোড়াপত্তন করবে আকাশ সরকার এবং অর্কজিৎ সাহা। জোরে বোলারদের মধ্যে দলে থাকবে দ্বীপ দেব, রিয়াদ হুসেন এবং সুজিত ঋষি দাস। স্পিনার হিসাবে থাকহে নীতিশ কুমার সাহানি। ত্রিপুরা দলের সহকারি কোচ সুবল চৌধুরি বলেন,”ব্যর্থতা ভুলে ঘুরে দাড়াতে প্রস্তুত প্রতিটি ক্রিকেটার। আশাকরি তামিলনাড়ু ম্যাচের মতো হতাশ করবে না ছেলেরা। ভালো খেলবেই”।