
ডেস্ক রিপোর্টার, ১৬মে।।
শাসক দল বিজেপিতে শুরু শুদ্ধিকরণ প্রক্রিয়া।২৩- র বিভীষণদের সন্ধানে শুরু চিরুনী তল্লাশি।ইতিমধ্যেই সনাক্ত করা হয়েছে বিভীষণ রুপি নেতা – কর্মীদের।তাদের বিরুদ্ধে শুরু হয়েছে অ্যাকশনও।
মিশন -২৪কে সামনে রেখে নয়া কৌশল রচনা করছে ভাজপা শিবির। যেকোনো মূল্যে রাজ্যের দুইটি লোকসভা আসনে জয় চাইছে বিজেপি। তার জন্য প্রয়োজন দলের মধ্যে থাকা আগাছা গুলিকে ছেটে ফেলা। আগাছা ছেটে ফেলার জন্যই মুখ্যমন্ত্রী মানিক সাহা ও বিজেপির প্রদেশ রাজীব ভট্টাচার্যের জুটি নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন।

প্রদেশ বিজেপি সূত্রের খবর, ২৩- র নির্বাচনে দলের সঙ্গে থেকেই দলকে সংকটের মুখে ফেলে দিয়েছে, এমন নেতা – কর্মীর সংখ্যা কম নয়। মুখ্যমন্ত্রীর বড়দোয়ালি বিধানসভা কেন্দ্র থেকে শুরু করে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের নির্বাচনী ক্ষেত্র বনমালীপুর সহ আরো কিছু বিধানসভা কেন্দ্রের বিশ্বাস ঘাতক নেতাদের সংখ্যা কম নয়।তাদের নামের তালিকা বেশ লম্বা।
২৪- র লোকসভা নির্বাচনে বিশ্বাস ঘাতক নেতাদের দলে রাখলে তারা বিষ ফোঁড়া হয়ে উঠবে। এটা বিলক্ষণ বুঝতে পেরেছেন মুখ্যমন্ত্রী ও প্রদেশ সভাপতি। তাই শুদ্ধিকরণ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট নেতাদের দল থেকে ছেঁটে দেওয়ার চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে বিশ্বাসঘাতক নেতারা কোনভাবেই যেন ভাজপা শিবিরকে ক্ষতি করতে না পারে তার জন্য স্ক্রিপ্ট ও রচনা করেছেন মানিক – রাজীব জুটি।

রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্র থেকেই বিভীষণ রুপি বিশ্বাসঘাতক দলীয় নেতা কর্মীদের সনাক্ত করেছে প্রদেশ নেতৃত্ব প্রত্যেকের নামের তালিকা তৈরি করা হয়েছে। সঙ্গে তাদের বিরুদ্ধে থাকা অভিযোগও।এখন ধারাবাহিক ভাবে বিশ্বাস ঘাতক নেতা তথা আগাছা ছাঁটাইয়ের জন্য স্টিম রোল চালু করা হবে। সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দক্ষিণ জেলার জেলা সভাধিপতি স্বপন অধিকারী ও প্রদেশ ওবিসি মোর্চার সহ – সভাপতি প্রদীপ কুমার নাথকে দল থেকে বহিস্কার করা হয়েছে। স্বপন ও প্রদীপকে দল থেকে বহিস্কার করে প্রদেশ সভাপতি স্পষ্ট বার্তা দিয়েছেন।

অভিযোগ, এরা দুই জনেই সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে দলের বিপক্ষে কাজ করেছিলেন। বিজেপির অন্দর মহলের তথ্য বলছে,এই তালিকায় রয়েছেন বনমালীপুর কেন্দ্রের প্রাক্তন মণ্ডল সভাপতি দীপক কর। বিধানসভা নির্বাচনে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের পরাজয়ের পেছনে নাকি দীপক করের হাত রয়েছে।গুঞ্জন বনমালীপুর কেন্দ্রে।

মুখ্যমন্ত্রীর বড়দোয়ালি কেন্দ্রেও বিশ্বাস ঘাতকদের নামের হিট লিস্ট নাকি প্রস্তুত।এখন শুধু কাগজে কলমে বিশ্বাস ঘাতকদের শাস্তি ঘোষণার অপেক্ষা। বলছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব।