
ডেস্ক রিপোর্টার,৬মার্চ।।
প্রত্যাশিত ভাবে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের পরিষদীয় দলনেতা নির্বাচিত হলেন মুখ্যমন্ত্রী ডা:মানিক সাহা। সোমবার বিজেপির নির্বাচনী অফিসে দলের ম্যারাথন বৈঠকে প্রত্যাশিত ভাবেই সর্ব সম্মতি ক্রমে ডা: মানিক সাহা পরিষদীয় দলনেতা হিসাবে নির্বাচিত হয়েছেন।

পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পর মুখ্যমন্ত্রী ছুটে যান রাজভবনে। সাক্ষাৎ করেন রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্যর সাথে। এবং দ্বিতীয় বার বিজেপি সরকার গঠনের প্রস্তাব দেন। প্রসঙ্গত,আগামী ৮ মার্চ রাজ্যের মন্ত্রিসভা শপথ গ্রহণ করবে। নতুন মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী হবেন ডা: মানিক সাহাই।এদিন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা।