ডেস্ক রিপোর্টার, আগরতলা।।
“রাজ্যের বিজেপি সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। যদি অবাধ,সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট হয় তাহলে বিজেপি একটি আসনও পাবে না।”—-বক্তা প্রদেশ কংগ্রেসের বর্ষীয়ান নেতা গোপাল রায়।শনিবার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে একথা বলেছেন তিনি।
পিসিসি’র প্রাক্তন সভাপতি গোপাল রায় বলেন, এই মুহূর্তে রাজ্য এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলছে।রাজ্যের মানুষের দুঃখ দুর্দশার অন্ত নেই। কোনো সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছে না। বিজেপি পুরোপুরি জুমলা সরকার।এটা রাজ্যের মানুষ বুঝে গেছে।এই কারণেই এখন মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে।
গোপাল রায়ের কথায়, আসন্ন উপভোটে বিজেপি বুঝে যাবে তাদের পক্ষে আর ২৩-এ ফেরা সম্ভব হবে না।কারণ সুষ্ঠ ভোট হলে বিজেপি গো-হারা হারবে। মনুষ বিজেপিকে ভোট দেবে না।কারণ তারা খেলাপ করেছে।
সাংবাদিক বৈঠকে উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি সরব হয়েছেন রাজ্য এবং দেশের কৃষকদের অবস্থা নিয়ে।তিনি বলেন, দেশের কৃষকদের অন্নদাতা বলে মোদী তাদের মৃত্যুর পথে ধাবিত করছে।প্রতি বছর কৃষকরা অর্থের অভাবে আত্মহত্যা করছে। রাজ্যেও কৃষকদের অবস্থা ভাল নেই।মোদী সরকারের কৃষি আইন নিয়েও কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
এদিকে আগামী ১৩জুন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তলব করেছে ইডি।এই কারণে সারা দেশে ইডি’র অফিসের সামনে বিক্ষোভ দেখাবে কংগ্রেস। রাজ্যেও ইডি অফিস করবে কংগ্রেস। বড়জলাস্থিত ইডি অফিস ঘেরাও অভিযান সফল করতে দলের সমস্ত নেতা-কর্মী সমর্থকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এআইসিসি’র সাধারণ সম্পাদিকা জরিতা এবং প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রশান্ত ভট্টাচার্য। তারাও রাজ্যেও এবং কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নেন।
