ডেস্ক রিপোর্ট,৬ মার্চ।।
আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী চয়নে চমক দিচ্ছে ভাজপা। ইতিমধ্যেই পশ্চিম আসনের প্রার্থীর নাম ঘোষনা করেছে ভারতীয় জনতা পার্টি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে দেওয়া হয়েছে টিকিট। এখন জল্পনা পূর্ব আসন নিয়ে। আগামী কিছুদিনের মধ্যেই পূর্ব আসনের প্রার্থীর নাম ঘোষণা করবে বিজেপির সর্ব ভারতীয় নেতৃত্ব। ২৪- র লোকসভা নির্বাচনে পূর্ব আসনে বিজেপি টিকিট দিচ্ছে প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণকে। প্রার্থী হিসাবে জিষ্ণুর নাম চূড়ান্ত। এখন শুধু ঘোষণার অপেক্ষা। এমন গুঞ্জন রাজ্য বিজেপির সদর দপ্তরে। তবে বিজেপির অপর অংশের দাবী, নরেন্দ্র মোদী – অমিত শাহ আস্থা রাখবেন বর্তমান সাংসদ রেবতী ত্রিপুরার উপর।
            বিজেপির অন্দর মহলের খবর অনুযায়ী, প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশেই নাকি জিষ্ণু দেববর্মণ  টিকিট পাচ্ছেন। এই খবর বিজেপিতে এখন  ওপেন সিক্রেট।কারণ জিষ্ণু দেববর্মণ বরাবর নরেন্দ্র মোদীর পছন্দের তালিকায় রয়েছেন। দীর্ঘ দিন তিনি ছিলেন আরএসএস- র সঙ্গে। তাছাড়া এই রাজ্যে যখন বিজেপির কিছুই ছিল না, তখন বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে পূর্ব আসন থেকে লড়াই করেছিলেন তিনি।কিন্তু নির্বাচনে তিনি জয়ী হতে পারেন নি।


সম্প্রতি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জরুরী তলবে জিষ্ণু দেববর্মণ দিল্লি গিয়েছিলেন। সেখানে জিষ্ণু দেববর্মণ সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব এই সংক্রান্ত বিষয়ে সরাসরি আলোচনা করেছিলেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা ও প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। এই বৈঠকেই পূর্ব আসনে জিষ্ণু ‘ র টিকিটের বিষয়টি চূড়ান্ত হয়। কেন্দ্রীয় নেতৃত্ব জিষ্ণুকে টিকিট দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী ও প্রদেশ বিজেপির সভাপতির মতামত জানতে চেয়েছিলেন। তারা উভয়েই সবুজ সংকেত দেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে  জিষ্ণু দেববর্মনের সম্পর্ক খুব ভালো। মুখ্যমন্ত্রী নিজেও চাইছেন জিষ্ণু দেববর্মণকে। সব মিলিয়ে পূর্ব আসনের টিকিট নিয়ে প্রদেশ বিজেপির অধিকাংশ নেতাই জিষ্ণু’কে হাত তুলে সমর্থন করেছেন।


রাজনীতিকদের কথায়, বিজেপি পূর্ব আসনে জিষ্ণু দেববর্মণকে টিকিট দিয়ে এক ঢিলে দুই পাখি শিকার করার চেষ্টা করছে। প্রথমত রাজ্যের জনজাতি অংশের মানুষ বরাবর রাজ পরিবারের প্রতি দুর্বল। রাজ্য ও কেন্দ্রের সঙ্গে তিপ্রামথা করেছে ত্রিপাক্ষিক চুক্তি। এই অবস্থায় জনজাতিরা বিজেপির প্রতিও নরম। জনজাতিদের এই মনোভাবকে ক্যাশ করতে জিষ্ণু দেববর্মণ ব্যতীত আর কোনো বিকল্প প্রার্থী নেই বিজেপির হাতে। নির্বাচনে জিষ্ণু দেববর্মণ প্রতি সমর্থন থাকবে খোদ তিপ্রামথার প্রাক্তন চেযারম্যান প্রদ্যুৎ কিশোরেও।স্বাভাবিক ভাবেই নির্বাচনে পূর্ব আসনের সমস্ত বিষয় জিষ্ণু দেববর্মণ অনুকূলে। তাই পূর্ব আসনের জন্য বিজেপিও প্রার্থী চয়নে গুরুত্ব দিচ্ছে জিষ্ণু দেববর্মনের নামকেই।


এতো কিছুর পর জিষ্ণুর অনুগামীরা একশ শতাংশ নিশ্চিত নয়।কারণ দলটার নাম ভারতীয় জনতা পার্টি। নেতৃত্বের মাথায় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি। তার ডেপুটি অমিত শাহ।স্বাভাবিক কারণেই নিশ্চিত করে কিছু বলা যায় না। শেষ পর্যন্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সব কিছু বিচার বিবেচনা করে যার নাম চূড়ান্ত করবেন,তাকেই দেওয়া হবে টিকিট । এই ক্ষেত্রে বর্তমান এমপি রেবতী ত্রিপুরাকে খুব একটা পিছিয়ে রাখার কারণ নেই।তিনিও রাজনীতির একজন স্বাজ্জন ভদ্রলোক।পরিশ্রমী নেতা।পাহাড়ে দলকে মাথা তুলে দাড় করতে অনেক পরিশ্রম করেছেন। তাই পূর্ব আসনে টিকিটের ক্ষেত্রে জিষ্ণু ‘ র সঙ্গে দাঁতে দাঁত কামড়ে লড়াই করছেন রেবতী ত্রিপুরা। তবে রাজ্যের লোকসভার পশ্চিম আসনের প্রার্থী পরিবর্তনও পূর্ব আসনের জন্য যথেষ্ট ঈঙ্গিতবহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *