ডেস্ক রিপোর্টার, ১৬মার্চ।।
                   নির্বাচনের মুখে আরক্ষা দপ্তরকে গাড়ি উপহার। আরক্ষা দপ্তরের জন্য রাজ্যে এসে পৌঁছলো ৩০টি মহিন্দ্র বোলেরো (B-4,BS -VI)গাড়ি। এটা পুলিশের আধুনিকিকরণের অঙ্গও বটে। এই গাড়ি বন্টনের মধ্য দিয়ে রাজ্য পুলিশের দীর্ঘ কয়েক দশকের রেওয়াজেরও পরিবর্তন হয়েছে। তার জন্য অবশ্যই রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জনকে কৃতিত্ব দিচ্ছেন প্রশাসনের আধিকারিকরা।
           গত ১৩ মার্চ রাজ্য পুলিশের  প্রকিউরমেন্ট শাখা থেকে সংশ্লিষ্ট গাড়িগুলিকে বন্টন করা হয় ৩০ জন অফিসারের নামে। অফিসারদের সিংহভাগেই টিপিএস গ্রেড-১। গ্রেড -২ অফিসাররাও রয়েছেন তালিকায়।বহু বছর পর টিপিএস গ্রেড ওয়ান অফিসাররা নিজেদের নামে পেয়েছেন নতুন গাড়ি। নিঃসন্দেহে, আরক্ষা দফতরের এই সিদ্ধান্তে টিপিএস গ্রেড – ১ অফিসাররা সন্তুষ্ট প্রকাশ করেছেন।তাদের দাবী, ” দীর্ঘ কয়েক দশক পর আচমকা রেওয়াজের পরিবর্তন হয়েছে”।


টিপিএস গ্রেড -১ অফিসারদের কথায়, আরক্ষা দপ্তরে নতুন গাড়ি আসলেই তা চলে যেত পদস্থ আধিকারিকদের নামে। তাদের তাদের ব্যবহৃত পুরানো লড় ঝড় গাড়ি গুলিকে দেওয়া  অধস্থন অফিসারদের। এটাই এতো দিন রেওয়াজ ছিলো আরক্ষা। এটা একটা অঘোষিত নিয়ম বলা চলে। স্বাভাবিক ভাবেই টিপিএস গ্রেড -১ অফিসারদের ভাগ্যে কখনো নতুন গাড়ি জুটে নি। পুরনো গাড়িতেই তাদের সওয়ার হওয়ার নিয়ম ছিলো।


নির্বাচনের মুখে ৩০টি বোলেরো গাড়ি আসার পর পরই আরক্ষা দপ্তরের শীর্ষ অফিসাররা নতুন গাড়িগুলি দখল নেওয়ার চেষ্টা করেন। কিন্তু এই যাত্রা তারা সফল হননি। তাদের সামনে বাধা হয়ে দাঁড়ান খোদ রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। পুলিশ মহানির্দেশকের হাত ধরেই দীর্ঘদিনের রেওয়াজের পরিবর্তন হয় । আরক্ষা প্রশাসনের খবর অনুযায়ী, ডিজিপির নির্দেশেই গাড়িগুলি রাজ্যে আসার পর টিপিএস গ্রেড – ১ অফিসারদের নামে বন্টন করে দেওয়া হয়। ডিজিপি’র সরাসরি প্রকিউরমেন্ট এসপিকে এই নির্দেশ দিয়েছিলেন। স্বাভাবিক ভাবে নতুন গাড়ি দেখে আনন্দিত হয়ে উঠা টিপিএস গ্রেড -২ অফিসারা হতাশ হন। এবার নতুন গাড়ি তারা দখল নিতে পারেন নি।


গাড়িগুলি দেওয়া হয়েছে, কমান্ড্যান্ট সিটিআই, এআইজিপি (ট্রেনিং), এআইজিপি (টিএসআর), এআইজিপি (ক্রাইম) এসপি (এমটিএফ) এআইজিপি(আইন – শৃঙ্খলা), এসপি( জিআরপি), কমান্ডেন্ট (এসএএফ) এসপি (সাইবার ক্রাইম), এসপি (সিরিয়াস ক্রাইম ), কমান্ডেন্ট টিএসআর তৃতীয় ব্যাটেলিয়ন।কমান্ড্যান্ট টিএসআর সপ্তম ব্যাটেলিয়ন, কমান্ডেন্ট টিএসআর অষ্টম ব্যাটেলিয়ান, কমান্ডেন্ট টিএসআর একাদশ ব্যাটেলিয়ন, এসপি খোয়াই, এএসপি সিপাহীজলা, এএসপি পশ্চিম জেলা, এএসপি ধলাই, এএসপি উনকোটি,  এএসপি উত্তর জেলা, এএসপি গোমতী, 
ডেপুটি কমান্ডেন্ট টিএসআর তৃতীয় ব্যাটেলিয়ন,
ডেপুটি কমান্ডেন্ট টিএসআর পঞ্চম ব্যাটেলিয়ন,
ডেপুটি কমান্ডেন্ট টিএসআর ষষ্ঠ ব্যাটেলিয়ন , ডেপুটি কমান্ডেন্ট টিএসআর সপ্তম ব্যাটেলিয়ন,
ডেপুটি কমান্ডেন্ট টি এস আর নবম ব্যাটেলিয়ন, ডেপুটি কমান্ডেন্ট টিএসআর ত্রয়োদশ ব্যাটেলিয়ন ডেপুটি কমান্ডেন্ট টিএসআর চতুর্দশ ব্যাটেলিয়ন ডেপুটি কমান্ডেন্ট টিএসআর পঞ্চদশ ব্যাটেলিয়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *