ডেস্ক রিপোর্টার,২২এপ্রিল।।
অবশেষে দীর্ঘ জল্পনার পর প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি হলেন রাকু দাস।বৃহস্পতিবার তাঁর হাতে তুলে দেওয়া হয় প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব। দিল্লিতে রাকু দাসের হাতে নিয়োগ পত্র তুলে দেন সর্ব ভারতীয় যুব কংগ্রেসের সভাপতি শ্রীনিবাস বিভি। রাকু দাস প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি হওয়ার পর আবার সত্যের দৃষ্টান্ত স্থাপন করলো “জনতার মশাল”।

” যুব কংগ্রেসের সভাপতি হচ্ছেন সুদীপ অনুগামী রাকু দাস। সুদীপের প্রচ্ছন্ন মদতে দিল্লির শীলমোহর”—- এই শিরোনামে গত ১৩ জানুয়ারি “জনতার মশাল”-এ খবর প্রকাশিত হয়েছিলো সর্ব প্রথম। বৃহস্পতিবার শ্রীনিবাস বিভি রাকু দাসকে আনুষ্ঠানিক ভাবে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতির দায়িত্ব দেওয়ার পর “জনতার মশাল”-র খবরের সত্যতা ফের প্রমাণিত হয়েছে।

গত বছর এডিসি নির্বাচনের তৎকালীন যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস পদত্যাগ করার পর থেকে পোস্ট অফিস চৌমুহনীর যুব ব্রিগেডের এই চেয়ারটি শূন্যতা গ্রাস করেছিলো। পরবর্তী সময়ে বীরজিৎ সিনহা প্রদেশ সভাপতির দায়িত্ব নেওয়ার পর শুরু হয় যুব কংগ্রেসের নতুন সভাপতির জন্য তোড়জোড় শুরু হয়। শেষে অনুষ্ঠিত হয় যুব কংগ্রেসের নির্বাচন। এই নির্বাচনে অংশ গ্রহন করেছিলেন রাকু দাস, অনুপম পাল ও তন্ময় চক্রবর্তী সহ আরো তিন জন।