ডেস্ক রিপোর্টার,২৫সেপ্টেম্বর।।
সমতলের মতো পাহাড়েও ধস। বিরোধী শিবিরে প্রায় প্রতিদিন আছড়ে পড়ছে সুনামি।মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যখন জেলায় জেলায় ঘুরে বিরোধী শিবিরে ধাক্কা দিচ্ছেন,তখন পিছিয়ে নেই পূর্ব আসনের সাংসদ তথা জনজাতি মোর্চার সভাপতি রেবতী ত্রিপুরা।
শনিবার সংসদের হাত ধরে পবিয়াছড়া মন্ডলের মাছমারাতে সিপিআইএম-কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন ভোটাররা।মোট ৪২ পরিবারের ১৬৯জন বিজেপি’র পতাকা তলে শামিল হয়েছেন।দলে নবাগতদের স্বাগত জানিয়ে তাদের হাতে গেরুয়া পতাকা তুলে দেন সাংসদ রেবতী ত্রিপুরা, মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক ভগবান দাস ও মন্ডল নেতৃত্ব।
