ডেস্ক রিপোর্টার,২৪মে।।
আদালত, মিডিয়ার পর কি ক্রিকেট রাজনীতির অঙ্গনে প্রবেশ করছেন প্রণব সরকার? উঠছে প্রশ্ন।বাড়ছে কৌতুহল। কারণ সোমবার আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার সাক্ষাৎ করেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই’র প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির সঙ্গে।
ইতিমধ্যে রাজ্য ক্রিকেটের অভিভাবক সংস্থা টিসিএ’র সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন ডা:মানিক সাহা।তিনি বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী। স্বাভাবিক ভাবেই ক্রিকেট অভিভাবক সংস্থায় ‘অভিভাবকে’র শূন্যতা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে সাংবাদিক-আইনজীবী প্রণব সরকার ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে সাক্ষাৎ করাটা ক্রিকেট রাজনীতির জন্য যথেষ্ট তাৎপর্য পূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। সম্প্রতি আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য পদ লাভ করেছেন। সব মিলিয়ে রাজ্যের ক্রিকেট রাজনীতির জল্পনা এখন তুঙ্গে।
