ডেস্ক রিপোর্টার,আগরতলা।।
                     ” ঊষা বাজারকে মাফিয়া মুক্ত করতে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের কাছে নালিশ জানাবে এলাকার মানুষ।” ২০ ফেব্রুয়ারিতে “জনতার মশাল” এই সংক্রান্ত আগাম খরব প্রকাশ করেছিলো । শেষ পর্যন্ত সত্য হলো এই আগাম খবর। মঙ্গলবার বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের হাতে স্থানীয় সমাজদ্রোহী রাজু বর্মনের বিরুদ্ধে থাকা এক গুচ্ছ অভিযোগের ফর্দ তুলে দিয়েছে ঊষা বাজার অঞ্চলের লোকজন।
              এদিন দিল্লি থেকে রাজ্যে আসেন রাজীব ভট্টাচার্য। দেশের রাজধানীতে আসন্ন লোকসভা নির্বাচনে রোড ম্যাপ নিয়ে বিজেপির অনুষ্ঠিত বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি । দিল্লি থেকে রাজ্যে আসার পর বিমান বন্দরে ঊষা বাজার অঞ্চলের মানুষ রাজীব ভট্টাচার্যকে স্বাগত জানান। প্রদেশ সভাপতি সাংবাদিকদের জানিয়েছেন, “তিনি আসন্ন লোকসভা নির্বাচনের চূড়ান্ত রোড ম্যাপ করেই রাজ্যে এসেছেন।” বিমান বন্দরে স্বাগত জানানোর পর উপস্থিত ঊষা বাজার অঞ্চলের মানুষ  রাজীব ভট্টাচার্য’ র কাছে রাজু বর্মন সম্পর্ককে নালিশ জানান। এবং তার সমস্ত অপরাধ মূলক কাজকর্মের তথ্য তুলে ধরেন।


এলাকাবাসীর পক্ষ থেকে রাজীব ভট্টাচার্যের হাতে লিখিত আকারে রাজু বর্মনের অপরাধ সংক্রান্ত তথ্য দেওয়া হয়। এবং মৌখিক ভাবে জানানো হয় পুরো ঘটনা। প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য উপস্থিত লোকজনকে জানিয়েছেন, ” তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। এবং অভিযোগের সত্যতা থাকলে আইন অনুযায়ী ব্যবস্থাও নেবেন। প্রদেশ বিজেপির সভাপতির এই আশ্বাস পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন বিমান বন্দরে উপস্থিত লোকজন।


গুঞ্জন, ঊষা বাজারের গোটা চিত্র নাট্যের সামনে সাধারণ মানুষ থাকলেও মূল লড়াই সিপিডব্লিউডি – র নিগসিয়েশন নিয়েই। এখন সিপিডব্লিউডি সমাজদ্রোহী রাজু বর্মনের হাতে। বর্তমানে নতুন ভাবে মাথা চাড়া দিয়ে উঠা এক দল যুবক চাইছে সিপিডব্লিউডির মধুর ভান্ড দখল করতে। তারা কায়দা করেই সাধারণকে সামনে রেখেছেন। এবং মানুষকে রাজু বর্মনের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন।স্বাভাবিক ভাবেই গোটা ঊষা বাজার অঞ্চলে এখন তীব্র হচ্ছে গ্যাং ওয়ারের আশঙ্কা। এই পরিস্থিতিতে বড়জলা কেন্দ্রের সিপিআইএম বিধায়ক ও প্রাক্তন বিধায়ক তথা বিজেপির নেতা দিলীপ দাস নীরব কেন? উঠছে প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *