ডেস্ক রিপোর্টার,১২ মে।।
অবশেষে সমাপ্ত হলো পুলিশের নাটক।আনুষ্ঠানিক ভাবে গ্রেফতার করলো ঊমা সরকারকে। ঊমা ধৃত সুস্মিতা সরকারের মা। উভয়ের বিরুদ্ধে দূর্গা প্রসন্ন হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। রবিবার তদন্তকারী পুলিশ ধৃত ঊমা সরকারকে আদালতে সোপর্দ করেছিলো। এবং আদালতের কাছে সাত দিনের পুলিশ রিমান্ডের দাবি করেছিলো।কিন্তু আদালত ঊমা সরকারের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে। ঊমা সরকারকে পুলিশ যে গ্রেফতার করতে পারে তাও আগাম আভাস দিয়েছিলো “জনতার মশাল”।

দূর্গা প্রসন্ন হত্যা কান্ডের পর থেকেই পুলিশের রাডারের মধ্যেই ছিলো ধৃত সুস্মিতা সরকারের মা ঊমা সরকার। পুলিশ ঊমাকে বাড়ি থেকে তুলে এনে রেখেছিলো “সেভ জোন” পশ্চিম মহিলা থানায়। শেষ পর্যন্ত তাকে আনুষ্ঠানিক ভাবে গ্রেফতার করে। সম্প্রতি পুলিশ ঊমা সরকারকে সেভ জোনে রাখার জন্য নিয়ে গিয়েছিল বোধজংনগর থানাধীন আমতলী নোয়াবাদীস্থিত বাবুল দত্তের বাড়িতে। বাবুল দত্তের ছেলে রাকেশের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিলো ধৃত সুস্মিতার। এই সূত্র ধরেই পুলিশ ঊমা ও তার আরেক মেয়ে প্রতিমাকে নিয়ে গিয়েছিল বাবুল দত্তের বাড়িতে। পুলিশী নির্যাতনের অপমান সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বাবুল দত্ত। কিন্তু শেষ রক্ষা হয় নি। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন বাবুল দত্ত।পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ খোদ মৃত বাবুল দত্তের পরিবারের লোকজনের।

পুলিশ সূত্রের দাবী, ধৃত সুস্মিতাকে দুই দফায় পুলিশ রিমান্ডে নেওয়ার পরও অনেক তথ্য গোপন করার চেষ্টা করছে। তাই রাজু বর্মন সম্পর্কে আরও তথ্য সংগ্রহের জন্য সুস্মিতার মা ঊমা সরকারকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে পুলিশ।