স্পোর্টস ডেস্ক, আগরতলা।।
এশিয়ান দাবায় অংশ নিতে শনিবার কাজাকিস্তানের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে রাজ্যের খুদে দাবাড়ু আরাধ্যা দাস। কাজাকিস্তানে ৯ জুন থেকে শুরু হবে এশিয়ান অনূর্ধ্ব-১০ দাবা প্রতিযোগিতা। চলবে ২১ জুন পর্যন্ত। র্যাপিড, ব্লিটস এবং ক্লাসিক্যাল- ওই তিন বিভাগে অংশ নেবে আরাধ্যা।

এই আন্তর্জাতিক আসরে অংশ নিতে এদিন সকালের বিমানে দিল্লিতে রওয়ানা হয়েছে আরাধ্যা। রাতে সওয়ার হবে কাজাকিস্তানের বিমানে। সঙ্গে আছেন তার বাবা অনুজ কুমার দাস। গেলো বছর নভেম্বরে ঝাড়খন্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-৯ জাতীয় দাবায় নবম স্থান দখল করেছিলো শ্রীকৃষ্ণ মিশন স্কুলের পঞ্চম শ্রেণীর এই ছাত্রীটি।

আসরে অংশ নেওয়ার আগে জোড় প্রস্তুতি নিয়েছে অনুজ এবং অঞ্জু রাণীর একমাত্র মেয়ে আরাধ্যা। দিল্লি থেকে ত্রিপুরার একমাত্র ফিডে মাস্টার দাবাড়ু তথা মেট্রিক্স চেস আকাদেমির প্রসেনজিৎ দত্ত বিশেষ প্রশিক্ষণ দিয়েছেন আরাধ্যাকে ভালো ফলাফলের জন্য । এক সাক্ষাৎকারে রাজ্যের গর্ব দাবাড়ু আরাধ্যা বলেছে,”যে প্রস্তুতি নিয়েছি, আশাকরি ভালো ফলাফল করেই ফিরবো।

এর জন্য বাজ্যবাসীর আশির্বাদ কামনা করি”। মেয়ের সাফল্য পাওয়া নিয়ে আশাবাদী আরাধ্যার বাবা ও মা। দিল্লি থেকে টেলিফোনে আরাধ্যাকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন খোদ প্রশিক্ষক প্রসেনজিৎ দত্ত।