ডেস্ক রিপোর্টার, ৮জুন।।
নতুন দিল্লীতে হচ্ছে আরোও একটি ত্রিপুরা ভবন।
দিল্লীর দ্বারকার সেক্টর-১৭’তে হবে অত্যাধুনিক এবং উন্নতমানের ত্রিপুরা ভবনটি । এই ভবন নির্মাণের লক্ষ্যে শনিবার বরাদ্দকৃত জমি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। চলতি বছরের ৭ মার্চ দিল্লি ডেভেলপমেন্ট অথোরিটি ত্রিপুরা ভবনের জন্য ২৯৩০ বর্গ মিটার জমি হস্তান্তর করেছিলো। আগামী কিছু দিনের মধ্যেই নতুন ত্রিপুরা ভবন নির্মাণের কাজ শুরু হবে। মুখ্যমন্ত্রী নিজেই তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
