#Tripura #Teliamura #Chakmaghat #tuimadhu#Janatar Mashal

তেলিয়ামুড়া ডেস্ক,১২ অক্টোবর।।
গোটা রাজ্য যখন মা দূর্গার আরাধনায় মাতোয়ারা, ঠিক তখনই ১২ বছর বয়সী এক নাবালিকা ধর্ষণের শিকার তেলিয়ামুড়ায়। ঘটনা সপ্তমীর রাতে। ঘটনাস্থল মহকুমার চাকমাঘাটে’র তুইমধু এলাকায়।পুলিশ তৎপরতার সাথে ধর্ষককে আটক করছে। তার নাম সুজিত দেববর্মা।

পুলিশ জানিয়েছে, সপ্তমীর সান্ধ্যতে নাবালিকা তার এক নিকট আত্মীয় সঙ্গে পূজো দেখতে বের হয়েছিলো।রাত আটটা নাগাদ বাড়ি ফেরার পথে চাকমাঘাটে’র তুইমধু এলাকায় সুজিত দেববর্মা নামের এক যুবক নাবালিকা সহ তার নিকট আত্মীয়ার পিছু নেয়। শেষ পর্যন্ত তুইমধু স্কুল সংলগ্ন নির্জন এলাকা থেকে নাবালিকাকে জোর পূর্বক তুলে নিয়ে যায় সুজিত দেববর্মা। এবং নাবালিকাকে
ধর্ষণ করেছে বলে অভিযোগ।

অষ্টমীর রাতে নাবালিকার পক্ষ থেকে অভিযুক্ত সুজিত দেববর্মার বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ করা হয়। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে সুজিত দেববর্মাকে।
মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন জানিয়েছেন, মামলা৭৩/২৪) রুজু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ধর্ষক সুজিত দেববর্মাকে গ্রেফতার করা হয়।পুলিশ তার বিরুদ্ধে ৬৫(১) বিএনএস ও পসকো আইনে মামলা রুজু করেছে।