#Tripura #Agartala #Poultry #Farm#Janatar#Mashal

রাজ্যকে সতর্কতা অবলম্বনের জন্য চিঠি দিয়েছে কেন্দ্র।



কেন্দ্র থেকে জারি করা নির্দেশে বলা হয়েছে, প্রতিটি পোল্ট্রি ফার্মে বায়ো সিকিউরিটি  (জীবাণু নিরাপত্তা ব্যবস্থা) নীতি অনুসরণ করতে। ফার্মে থাকা মুরগি অসুস্থতা বোধ করলেই সঙ্গে সঙ্গেই চিকিৎসকদের জানানো বাধ্যতা মূলক। মৃত মুরগি গুলিকে সন্তর্পনে মাটির নিচে চাপা দিয়ে হবে।

ডেস্ক রিপোর্টার, ১২ ফেব্রুয়ারি।।
                            হঠাৎ করে বড়সড় ধাক্কা আসতে চলছে পোলট্রি শিল্পে। ইতিমধ্যে দেশের বেশ কয়েকটি রাজ্যে পোল্ট্রির মুরগির মরক শুরু হয়েছে।দেশের চার রাজ্য অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা মহারাষ্ট্র ও ছত্রিশগড়ে ধারাবাহিক ভাবে পোল্ট্রি খামারগুলিতে বাড়ছে মুরগির মৃত্যু। পোলট্রি খামার গুলিতে দ্রুত ছড়িয়ে পড়ছে মারণ ভাইরাস।তাতে চিন্তা বাড়ছে কেন্দ্রেও। তাই কেন্দ্রের পক্ষ থেকে প্রত্যেকটি রাজ্যকে সতর্কবার্তা জারি করা হয়েছে। এই তালিকায় রয়েছে ত্রিপুরাও।ফলে সংশ্লিষ্ট রাজ্যগুলির পোল্ট্রি ফার্মগুলিতে হ্রাস পাচ্ছে ডিমের উৎপাদনও।

কেন্দ্র থেকে জারি করা নির্দেশে বলা হয়েছে, প্রতিটি পোল্ট্রি ফার্মে বায়ো সিকিউরিটি  (জীবাণু নিরাপত্তা ব্যবস্থা) নীতি অনুসরণ করতে। ফার্মে থাকা মুরগি অসুস্থতা বোধ করলেই সঙ্গে সঙ্গেই চিকিৎসকদের জানানো বাধ্যতা মূলক।। মৃত মুরগি গুলিকে সন্তর্পনে মাটির নিচে চাপা দিয়ে হবে। খবর অনুযায়ী, সম্প্রতি সর্ব প্রথম তেলেঙ্গানার কামারেড্ডি জেলার একটি পোলট্রি খামারে সর্ব প্রথম মুরগির মরক শুরু হয়। এরপরেই ভাইরাসের সংক্রমন ঘটে অন্ধ্র প্রদেশে। মহারাষ্ট্র ও ছত্রিশগড়েও ক্রমশ পরিস্থিতি অবনতি হচ্ছে।


সংশ্লিষ্ট রাজ্যগুলিতে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে জলের দামে। কিন্তু ভয়ে মানুষ খাচ্ছে না। কারণ কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্যগুলি মুরগি ও মুরগিজাত পণ্য খাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বন করা নির্দেশ দিয়েছে।


রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই বিষয়ে রাজ্যকে সতর্কতা অবলম্বনের জন্য চিঠি দিয়েছে কেন্দ্র। এরপর দপ্তর  রাজ্যের পোল্ট্রি খামারগুলিকে এই বিষয়ে অবগত করেছে। এবং প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বনের নির্দেশ দিয়েছে। এখন পর্যন্ত রাজ্যের পোল্ট্রি ফার্ম গুলিতে মুরগির মরকের কোনও খবর নেই। এই সময়ে মুরগির খামার ও খাদ্য সংরক্ষনস্থল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নির্দেশ দিয়েছে দফতর।
                      


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *