#Kumarghat #minor#girl#r@ape #p@olice#imam#Janatar#Mashal

    মসজিদের নির্জনতার সুযোগ নিয়ে ইমাম
    নিয়াজ উদ্দিন নাবালিকাকে ধর্ষণ করে।


পুলিশ নাবালিকার অভিযোগ মূলে থানায় মামলা (০৬/২৫) রুজু করে    ৬৪/(২) (এফ)/ ৬৪(এম) ৬৯ বিএনএস ৬ অফ পক্সো আইনে মামলা দায়ের করে। জানিয়েছেন, ফটিকরায় থানার ওসি প্রার্থ নাথ ভৌমিক। বৃহস্পতিবার ধৃত ইমামকে তোলা হয়েছিলো কৈলাসহর জেলা ও দায়রা আদালতে।

কুমারঘাট ডেস্ক, ১৩ ফেব্রুয়ারি।।
          নাবালিকা ধর্ষণ কাণ্ডে গ্রেফতার মসজিদের ইমাম। অভিযুক্ত ইমামের নাম নিয়াজ উদ্দিন (২৭)। বাড়ি আসামের বাজারিছড়া থানাধীন লোয়ারপার এলাকায়।ঘটনাস্থল ফটিকরায়ের রাধানগর গ্রাম পঞ্চায়েতের নোয়াগাঁও। পুলিশ অভিযুক্ত ইমাম নিয়াজ উদ্দিনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে।
   পুলিশ জানিয়েছে, সম্প্রতি নোয়াগাঁও এলাকার একটি মসজিদে ৪০ জন ছাত্র – ছাত্রী কোন একটি বিষয়ে প্রশিক্ষণ নিতে অবস্থান করেছিলো। গত ১৬ দিন পূর্বে বাদবাকি সব ছাত্র – ছাত্রীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়। নাবালিকার প্রশিক্ষণ শেষ না হওয়াতে, সে মসজিদে থেকে যায়।


অভিযোগ, এই সময়ে মসজিদের নির্জনতার সুযোগ নিয়ে ইমাম নিয়াজ উদ্দিন নাবালিকাকে ধর্ষণ করে। পরে নাবালিকা মেয়েটি পুরো ঘটনা তার পরিবারের লোকজনকে খুলে বলে। এরপর  নাবালিকার পরিবার বুধবারে ফটিকরায় থানায় দ্বারস্থ হয়। পুলিশ নাবালিকার অভিযোগ মূলে থানায় মামলা (০৬/২৫) রুজু করে    ৬৪/(২) (এফ)/ ৬৪(এম) ৬৯ বিএনএস ৬ অফ পক্সো আইনে মামলা দায়ের করে। জানিয়েছেন, ফটিকরায় থানার ওসি প্রার্থ নাথ ভৌমিক। বৃহস্পতিবার ধৃত ইমামকে তোলা হয়েছিলো কৈলাসহর জেলা ও দায়রা আদালতে।
      


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *