#Tripura #Politics #tmp #pradyut #Janatar #Mashal

” নানান ভাবে দলের লোকজন আমার নাম কলঙ্কিত করছে।অথচ দল বিষয়টি নিয়ে চুপ করে বসে আছে।”- প্রদ্যুৎ




প্রদ্যুৎ কিশোর বলেন, তিপ্রামথার নেতৃত্বের উচিত যারা দলের ব্যানারকে কাজে লাগিয়ে দুর্নীতি করছে তাদেরকে চিহ্নিত করা। এই সমস্ত ব্যক্তিদের সমর্থন না করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। প্রদ্যুৎ আক্ষেপ করে বলেন, ” আমি দিল্লিতে জনজাতিদের উন্নয়নের জন্য লড়াই করছি। তবে এই দায়িত্ব সবার।”

ডেস্ক রিপোর্টার, ২১ ফেব্রুয়ারি।।
                         দলের নেতা – কর্মীদের দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন তিপ্রামথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মণ।  দুর্নীতি রুখতে দলের শীর্ষ নেতৃত্বকে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।শুক্রবার একটি অডিও বার্তায় প্রদ্যুৎ তাঁর নেতা- কর্মীদের উদ্দেশ্যে এই ফরমান জারি করেছেন।
       প্রদ্যুৎ কিশোর তাঁর ভিডিও বার্তায় নেতা – কর্মীদের উদ্দেশ্যে বলেন, ” নানান ভাবে দলের লোকজন আমার নাম কলঙ্কিত করছে।অথচ দল বিষয়টি নিয়ে চুপ করে বসে আছে। দলের নেতা-কর্মীদের বিশ্বাসযোগ্যতা ও সততার অভাব থাকলে প্রকৃত অর্থে তা দলের জন্য মঙ্গল দায়ক নয়।দুর্নীতি জনজাতি জনজাতি সম্প্রদায়ের জন্য ডেকে আনবে ভয়ঙ্কর বিপদ।”


প্রদ্যুৎ কিশোর বলেন, তিপ্রামথার নেতৃত্বের উচিত যারা দলের ব্যানারকে কাজে লাগিয়ে দুর্নীতি করছে তাদেরকে চিহ্নিত করা। এই সমস্ত ব্যক্তিদের সমর্থন না করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। প্রদ্যুৎ আক্ষেপ করে বলেন, ” আমি দিল্লিতে জনজাতিদের উন্নয়নের জন্য লড়াই করছি। তবে এই দায়িত্ব সবার।”
            প্রদ্যুৎ কিশোরের এই অডিও বার্তা প্রমাণ করে তিপ্রামথার নেতা – কর্মীরা এখন দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে।আক্ষরিক অর্থে এই দুর্নীতিবাজ নেতারা ক্ষতি করছে জনজাতি সম্প্রদায়ের লোকজনের।দলের সাইনবোর্ড অর্থাৎ প্রদ্যুৎ কিশোরের ছবিকে সামনে রেখেই কাজ করছে মথার নেতা – কর্মীরা। যদিও সম্প্রতি সমাজ মাধ্যমে মথার দুই নেতা ও একজন সরকারি কর্মচারীর ঘুষ কাণ্ড ভাইরাল হয়েছিলো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *