ডেস্ক রিপোর্টার,২৮ ফেব্রুয়ারি।।
রাজধানীর লেক চৌমুহনি বাজারের উচ্ছেদ অভিযান ইস্যুতে এবার মুখ খুললেন বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী।তিনি শুক্রবার হয়েছিলেন লেক চৌমুহনি বাজারের উচ্ছেদ স্থলে। ঘুরে দেখেন গোটা এলাকা।কথা বলেন উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে।
লেক চৌমুহনি বাজার পরিদর্শনের পর জিতেন্দ্র চৌধুরী বলেন, ” এই ঘটনার মাধ্যমে রাজ্য সরকার অমানবিকতা ও নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে।” বিজেপি বিকশিত ভারত ও সুশাসনের কথা বলে থাকে।বাস্তবে রাজ্য সহ দেশে কোনোটাই নেই। কারণ মানুষ আজ তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত । জিতেন্দ্র চৌধুরীর কথায়, বহু মানুষ জীবন – জীবিকা রক্ষার্থে সরকারি জমি দখল করে ব্যবসা করে থাকে।এই চিত্র রাজ্যের সর্বত্র। কিন্তু কোথায়ও এই ভাবে সরকার নিষ্ঠুর হয়ে উচ্ছেদ।অভিযান করার নজির নেই। অসহায় মানুষ কোনো রকমে বেঁচে বর্তে থাকার জন্য ছোট আকারে ব্যবসা করছিলো। তাতেও বিকশিত ভারতের ফেরি ওয়ালা সরকারের সমস্যা।তাই নিষ্ঠুরের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের পেটে লাথি দিতে অমানবিক ভাবে করেছে উচ্ছেদ অভিযান।
