ডেস্ক রিপোর্টার,৪ মার্চ।।
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নেতৃত্বাধীন বিজেপি সরকারের দুই বছর পূর্তি অনুষ্ঠানে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।আগামী ৯ মার্চ আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে যাওয়া বিজেপির জনসভার প্রধান বক্তা তিনি। এদিন সকালেই রাজ্যে আসবেন জেপি নাড্ডা।তিনি চার্টার বিমানে আগরতলায় এসে চলে যাবেন উদয়পুর মাতা বাড়িতে।সেখানে দেবেন পুজো।এরপর তিনি সরাসরি চলে আসবেন জনসভা স্থল আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে।জনসভা শেষ করে এদিন বিকালেই চলে যাবেন দিল্লিতে।খবর দিল্লিস্থিত ভারতীয় জনতা পার্টির সদর দপ্তর সূত্রে।(আসছে বিস্তারিত…)
