ডেস্ক রিপোর্টার,২৮ মার্চ।।

          মস্ত বড় অপরাধ করেও পাড় পেয়ে যাচ্ছেন আগরতলা পুর নিগমের নর্থ জোনাল চেয়ারম্যান প্রদীপ চন্দ। তার অপরাধ প্রকাশ্যে আসার পরও কোন এক অজ্ঞাত কারণে নিশ্চুপ নিগমের মেয়র দীপক মজুমদার। এখনও প্রদীপ চন্দের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে নি নিগম কর্তৃপক্ষ। আগামী দিনে নিগম প্রদীপ চন্দের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিনা তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।

                           আগরতলা পুর নিগমের ১৩ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর প্রদীপ চন্দ।তিনি একই সঙ্গে নিগমের নর্থ জোনালের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। সম্প্রতি প্রদীপ চন্দ নিগমের মেয়র দীপক মজুমদারের ভবের ঘরে চুরি করে। আগরতলা পুর নিগম কর্তপক্ষ কর্পোরেটরদের দক্ষতা বৃদ্ধির জন্য পুনেতে পাঠানো হয়েছিল।ব্যক্তিগত কারণে পুনে যেতে পারেন নি নিগমের ১৪ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস। এই সুযোগের সদ ব্যবহার করেন চতুর জোনাল চেয়ারম্যান প্রদীপ চন্দ। অভিযোগ, প্রদীপ চন্দ ১৪নম্বর ওয়ার্ডের কর্পোরেটরের পরিবর্তে নিজের স্ত্রীকে ভুয়ো কর্পোরেটর বানিয়ে পুনে সফরে পাঠিয়ে দেয়। এবং স্ত্রীকে কর্পোরেটরদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণও দেয়।

।পুনেতে কর্পোরেটদের সঙ্গে জোনাল চেয়ারম্যানের স্ত্রী।

সর্ব প্রথম প্রদীপ চন্দের এই কেলেঙ্কারি সামনে নিয়ে আসে “জনতার মশাল”। এই খবর প্রকাশের পর আগরতলা পুরো নিগমের ঝড় উঠে। বিষয়টি খতিয়ে দেখেন খোদ নিগমের মেয়র দীপক মজুমদার।তিনি ঘটনার সত্যতা খুঁজে পান। গোটা আগরতলা পুর নিগম উঠে ছিঃ ছিঃ রব। নিগমের অন্যান্য কর্পোরেটররা চাইছে এই বিষয়ে মেয়র প্রদীপ চন্দের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে।অন্যথায় আগামী দিনে অন্যান্য কর্পোরেটররা দুর্নীতি করতে কোনো রকমের ভাবনা চিন্তা করবে না।

                     আগরতলা পুর নিগমের খবর অনুযায়ী, এই ঘটনা মেয়র জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে। মুখ্যমন্ত্রী নিজেও বিষয়টি খতিয়ে দেখেছেন। খুঁজে পেয়েছেন সত্যতা। খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী প্রদীপ চন্দের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল । তবে আগরতলা পুর নিগমের এক মহিলা কর্পোরেটর যৌন কার্যকলাপের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল। নাক কাটা গিয়েছিল ভারতীয় জনতা পার্টির। তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নিতে পারেন নি ভারতীর জনতা পার্টি।এখন প্রদীপ চন্দের বিরুদ্ধে কতটা হাত খুলে মাঠে নামবেন মেয়র দীপক মজুমদার? এটাই এখন কোটি টাকার প্রশ্ন।

#Tripura #Agartala #AMC #Meyar #Carporetor#jm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *