ডেস্ক রিপোর্টার,৩০ মার্চ।।

                  দলীয় কার্যকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদীর ১২০ তম ‘মন কি বাত’ অনুষ্ঠান উপভোগ করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।রবিবার টাউন বড়দোয়ালী মন্ডলের ১০ নম্বর বুথের অন্তর্গত সিটি সেন্টার বসে মন কি বাত দেখেন মুখ্যমন্ত্রী। ডাঃ মানিক সাহা তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, “আসন্ন নববর্ষ উদযাপন, গ্রীষ্মের ছুটিতে করনীয়,জল সংরক্ষণে সাফল্য, দিব্যাঙ্গজন খেলোয়াড়দের সফলতার কাহীনি,বিভিন্ন দেশে ভারতীয় সংস্কৃতির প্রসার, টেক্সটাইল বর্জ্য ব্যবস্থাপনা, ফিটনেস ক্যাম্পেইন, আন্তর্জাতিক যোগ দিবসের গুরুত্ব ও মহুয়া নির্ভর উদ্ভাবনী উদ্যোগের বিষয় উঠে এসেছে প্রধান মন্ত্রীর আজকের মন কি বাত পর্বে।” এদিনের মন কি বাত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস ও বড়দোয়ালী মণ্ডল সহ সদর জেলা নেতৃত্ব।

#Tripura #Politics #Bjp #cm #mann ki baat #jm


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *