ডেস্ক রিপোর্টার, ৪ এপ্রিল।।
প্রথা মেনে রাজ্যের ঐতিহ্যবাহী সুপ্রাচীন ব্রহ্মকুন্ড মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।শুক্রবার অশোকাষ্টমী তিথিতে মোহনপুরে আয়োজিত ৩ দিন ব্যপী ব্রহ্মকুন্ড মেলার উদ্বোধন হয়। একই সঙ্গে প্রদর্শনীও।
ব্রহ্মকুন্ড মেলা উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, পৌরাণিক মাহাত্ম্য সম্বলিত এই মেলা প্রাঙ্গনের উন্নতিকল্পে ইতোমধ্যেই রাজ্য সরকার ১৪ কোটি টাকার অর্থ বরাদ্দ করেছে।
ব্রহ্মকুন্ড মেলা কেন্দ্র করে এদিন প্রচুর পূণ্যার্থীদের সমাগম ঘটেছিল মেলা প্রাঙ্গণে। এই মেলাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।
#tripura #Mohanpur# Brahmakunda#JM